Leagues Cup 2025: শেষ মুহূর্তের গোলে জয়, দুরন্ত মেসিতে উজ্জ্বল ইন্তার মায়ামি
বিরতি কাটিয়ে ফেরার পরই ইন্তার মায়ামিকে জয় এনে দিলেন। বৃহস্পতিবার রাতে মেক্সিকোর অ্যাটলাসকে ২-১ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:১০: আবারও মেসি জাদু! যদিও গোল পাননি, তবে নিজের উপস্থিতিতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন লিওনেল মেসি। বিরতি কাটিয়ে ফেরার পরই ইন্তার মায়ামিকে জয় এনে দিলেন। লিগস কাপের গ্রুপ পর্বে বৃহস্পতিবার রাতে মেক্সিকোর অ্যাটলাসকে ২-১ গোলে হারাল ডেভিড বেকহ্যামের দল।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে নামে ইন্তার মায়ামি। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেন প্রতিপক্ষ রক্ষণ। যদিও স্কোরশিটে নাম তুলতে পারেননি মেসি, তবে তাঁর অ্যাসিস্ট ও উপস্থিত বুদ্ধিতে তৈরি হয় দুটি গোলের সুযোগ। প্রথমার্ধেই ইন্তারের হয়ে জাল কাঁপান তালেস্কো সেগোভিয়া। দ্বিতীয়ার্ধে মার্সেলো ভিগান্টের শেষ মুহূর্তের গোলে নিশ্চিত হয় জয়।
অ্যাটলাসের হয়ে একমাত্র গোলটি করেন রিভান্ডো লোজানো। তবে ম্যাচের আসল চমক ছিল মেসির প্রত্যাবর্তন ও রডরিগো ডে পলের অভিষেক, যা ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
মেজর লিগ সকারের অল-স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নির্বাসনে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এই সময়টা বিশ্রামে কাটিয়ে পুরোপুরি চাঙ্গা হয়ে দলে ফিরেছেন তিনি। কোচ হাভিয়ের মাসচেরানোর কথায়, “মেসি শুধুই একজন ফুটবল তারকা নন, তিনি একজন নিখাদ টিমম্যান। দলের জয়ের চেয়ে ব্যক্তিগত রেকর্ডের গুরুত্ব ওর কাছে কম। আজকের ম্যাচে সেটা আবারও প্রমাণিত।”
ফলাফল:
ইন্তার মায়ামি – ২
অ্যাটলাস – ১