মেসির আগমনেই লিগ কাপ ফাইনালে ইন্টার মায়ামি, করলেন জোড়া গোলও
শেষ ১৫ মিনিটে মেসির দুই গোল আর এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে জয় পায় প্রতিপক্ষের ১০ জনের বিরুদ্ধে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ফুটবলের জাদুকর লিওনেল মেসি যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন, তাঁর নামই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিতে যথেষ্ট। ইনজুরির কারণে টানা দুই ম্যাচ মিস করার পর বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্তভাবে ফিরলেন তিনি। শেষ ১৫ মিনিটে মেসির দুই গোল আর এক অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে জয় পায় প্রতিপক্ষের ১০ জনের বিরুদ্ধে। এই জয়ের সুবাদে মায়ামি এবার MLS লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হতে চলেছে।
প্রথমার্ধে কিছুটা সতর্ক ভঙ্গিতেই খেলছিলেন মেসি। ২ আগস্ট চোট পাওয়ার পর থেকে খুব বেশি সময় মাঠে নামতে পারেননি বিশ্বকাপ জয়ী ক্যাপটেন। নিজেই স্বীকার করেছেন, প্রথমে কিছুটা ভয় কাজ করছিল। তবে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়ে ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ৮৮ মিনিটে জর্দি আলবার সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় দলকে এগিয়ে দেন। ম্যাচের অতিরিক্ত সময়ে তেলাস্কো সেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় মায়ামি।
২০২৩ সালে লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। তখনই মেসির MLS-যাত্রার প্রথম বছর। এবারও তারা আবার ফাইনালে উঠে ইতিহাস পুনরাবৃত্তির পথে। ম্যাচের পর সহকারী কোচ হাভিয়ের মোরালেস বলেন, “লিও নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। ইনজুরি থেকে সেরে মাত্র দু’-তিন দিন অনুশীলন করেছিল, তবুও ৯০ মিনিট খেলল আর একাই ম্যাচটা পাল্টে দিল।”
অন্য দিকে ফাইনালের প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সও দুর্দান্ত ছন্দে আছে। ক্যালিফোর্নিয়ায় বর্তমান MLS কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ২-০ গোলে হারিয়ে তারা ফাইনালে ওঠে। প্রথমার্ধে পেদ্রো দে লা ভেগা গোল করেন, আর দ্বিতীয়ার্ধে ওসাজে রোসারিও ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে ১০ জনে খেললেও লিড ধরে রাখে সাউন্ডার্স।
আগামী রবিবার সিয়াটলে মেসির মায়ামি আর ঘরের মাঠের সাউন্ডার্সের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।