বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামেরা

শুক্রবার উপনির্বাচনের তিনটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বামেরা। কংগ্রেসের জন্য ছেড়েছে একটি আসন।

June 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। যার ফলাফল এখন দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস ২৯, বিজেপি ১২ এবং কংগ্রেস ১। এমনকী গোটা দেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিক দলগুলিকে নিয়ে গড়ে উঠেছে এনডিএ সরকার। কিন্তু এই আবহেও এবার বিধানসভা উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে লড়াইয়ে নামছে বামফ্রন্ট। শুক্রবার উপনির্বাচনের তিনটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বামেরা। কংগ্রেসের জন্য ছেড়েছে একটি আসন।

মানিকতলা কেন্দ্র থেকে লড়বেন সিপিএমের রাজীব মজুমদার, রানাঘাট দক্ষিণের সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস। বাগদায় লড়ছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌরদীপ্ত বিশ্বাস। রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছেড়েছে বামেরা। উল্লেখ্য, আগামী ১০ জুলাই রাজ্যের এই চার কেন্দ্রে উপনির্বাচন। শাসকদলের তরফে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার বামেরাও প্রার্থী ঠিক করে ফেলল। রায়গঞ্জ আসন থেকে কংগ্রেস কাকে প্রার্থী করবে, তা ২১ জুন কংগ্রেসের বৈঠকের পর সিদ্ধান্ত হবে বলে সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen