পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় বাম ছাত্র-যুব
এদিন বেলা তিনটে নাগাদ মধ্য কলকাতার মৌলালি মোড়ে জড়ো হয়ে এসএফআই ও ডিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা বাইক, সাইকেল নিয়ে হেঁটে একটি প্রতিবাদ মিছিল করেন।
June 26, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নামল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই।
এদিন বেলা তিনটে নাগাদ মধ্য কলকাতার মৌলালি মোড়ে জড়ো হয়ে এসএফআই ও ডিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা বাইক, সাইকেল নিয়ে হেঁটে একটি প্রতিবাদ মিছিল করেন।

মিছিলটি মল্লিক বাজার পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। তাই মৌলালি থেকে শুরু হয়ে জোড়া গির্জার সামনে দিয়ে আলিমুদ্দিন স্ট্রিট ঘুরে সিপিএমের ছাত্র-যুবর রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনের সামনে মিছিলটি শেষ হয়। তবে এই মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।