৩১ বার এভারেস্ট ছুঁয়ে বিশ্ব রেকর্ড প্রবাদপ্রতিম পর্বতারোহী কামি রিটা শেরপার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: আজ, বুধবার এবারের মতো এভারেস্ট অভিযানের মরশুম শেষ হচ্ছে। মঙ্গলবার এভারেস্ট আরোহণের সংখ্যার নিরিখে নজির গড়লেন প্রবাদপ্রতিম পর্বতারোহী কামি রিটা শেরপা। এ যাবৎ ৩১ বার এভারেস্ট শৃঙ্গে উঠেছেন তিনি।
এবারও ফি বছরের মতো এপ্রিলের প্রথম থেকে শুরু হয়েছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ অভিযানের মরশুম। শেরপারা ‘সামিট পয়েন্ট’ পর্যন্ত ‘রোপ ফিক্সিং’-এর কাজ সম্পূর্ণ করতেই, শুরু হয়েছিল অভিযান। বিশ্বের বিভিন্ন দেশের অভিযাত্রীরা এভারেস্ট জয় করেছেন। চলতি বছর ভারতের অভিযাত্রীরা দারুণ সাফল্য পেয়েছেন। মরশুম শেষ হওয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের ইন্ডিয়ার আর্মি সিলভার জুবিলি এভারেস্ট এক্সপিডিশন টিমের ২২ জন সদস্য এভারেস্ট জয় করেছেন। তাঁদের পথ দেখিয়েছেন প্রবাদপ্রতিম পর্বতারোহী কামি রিটা শেরপা। এনিয়ে কামি রিটা ৩১ বার এভারেস্ট শৃঙ্গে উঠলেন। বিশ্বে এই রেকর্ড আর কারও নেই। এমন সাফল্যের জন্য গোটা বিশ্বের পর্বত অভিযাত্রী মহল কামি রিটাকে কুর্নিশ জানিয়েছেন।
মঙ্গলবার এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন জার্মান অভিযাত্রী আনজা ব্লাচা। বিশ্বের আটহাজারি ১৪টি শৃঙ্গের মধ্যে ১২টিই তিনি জয় করেছেন কোনও কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়া। ৩৫ বছরের এই মহিলা অভিযাত্রী এর আগে ২০১৭ সালে তিব্বতের দিক দিয়ে এবং ২০২১ সালে নেপালের দিক দিয়ে এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছেন। দু’বারই তাঁকে অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট নিতে হয়েছিল। এবার আর তা প্রয়োজন পড়েনি।