‘নেতাজির অন্তর্ধান রহস্য সামনে আনুক কেন্দ্র’ মোদীকে চিঠি মমতার

গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক টুইটে ব্য়াখ্যা দেয় যে, এই দিনটিকে তারা নিশ্চিত ভাবে সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন বলে সিদ্ধান্তে পৌঁছয়নি।

November 18, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

নেতাজির অন্তর্ধান রহস্য জানতে চায় দেশ। তাঁর ১২৫ তম জন্মদিনে সেই তথ্য সামনে আনার আর্জি মমতার। 

বুধবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

চিঠিতে এ বিষয়ে একাধিক কথা উল্লেখ করা হয়েছে। 

পাশাপাশি নেতাজি (Netaji) জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার করার আর্জি জানিয়েছেন তিনি।

প্রতিবছর ১৮ অগাস্ট দিনটিকেই নেতাজির মৃত্যুদিনের মর্যাদা দেওয়া হয়। যদিও গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক টুইটে ব্য়াখ্যা দেয় যে, এই দিনটিকে তারা নিশ্চিত ভাবে সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন বলে সিদ্ধান্তে পৌঁছয়নি। ১৯৪৫-এর এই দিনটিতেই শেষবারের জন্য় জনসমক্ষে নেতাজিকে দেখা গিয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করেই তাদের এই শ্রদ্ধা। এর সঙ্গে এই দিনটিকে সরকারি ভাবে মৃত্যুদিন হিসেবে মান্যতা দেওয়ার কোনও যোগ নেই। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen