Weather Update: বৃষ্টি থেকে রেহাই কবে পাবে বাংলা?

November 2, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: কমতে কমতে প্রায় নিশ্চিন্হ হয়ে পড়েছে বৃষ্টি, কিন্তু শীতের কোনো আপডেট নেই। সুতরাং, বলাই যায় যে হেমন্ত এসেছে রাজ্যে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, উত্তর-পশ্চিম ঝাড়খণ্ড ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে । সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তটি আরও দুর্বল হবে বলেই জানিয়ে আবহওয়া দপ্তর।

আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সাধারণত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিছু জায়গায়।

উত্তরের সব জেলাগুলির এক-দু’টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হওয়া অফিস।

কিন্তু আগামীকাল অর্থাৎ ৩ নভেম্বর থেকেই উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় পুরো বদলে যাবে, জানা গিয়েছে ৩-৭ নভেম্বর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে রবিবার সব জেলার এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম-মঙ্গল এই দুই দিন আবহাওয়া শুষ্ক থাকলেও বুধ ও বৃহস্পতিবার নদীয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার এক-দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৭নভেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen