Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে চলবে ঝড়বৃষ্টি
ষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.০০: বর্ষার বৃষ্টি চলছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব। তার জেরে গোটা রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উত্তরবঙ্গে চলবে ঝড়বৃষ্টি। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ফিরোজ়পুর, চণ্ডীগড়, দেহরাদূন, খেরি, পটনা, বাঁকুড়া, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিক দিয়ে গিয়েছে। এই ত্রিফলার প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, থেকে ১২ তারিখ দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হত পারে।