যেন ‘রবার স্ট্যাম্প’! BCCI-র পরবর্তী সভাপতি হচ্ছেন মিঠুন মনহাস, গেরুয়া গ্রাসে ভারতীয় ক্রিকেট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৬: ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হলেন মিঠুন মনহাস (Mithun Manhas)। জম্মু ও কাশ্মীরের এই ক্রিকেটার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ক্রিকেট জীবনে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মনহাস, যদিও অধিকাংশই দিল্লির হয়ে। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত মনহাস দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের হয়ে অল্পসল্প আইপিএল (IPL) খেলেছেন। আজ, রবিবার মুম্বইয়ে মনহাস বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল সাংবাদিকদের জানিয়েছেন, নতুন কমিটি তৈরি হয়েছে। প্রাক্তন ক্রিকেটার মিঠুন মনহাস সভাপতি হচ্ছেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিনিদের পর মনহাস! বিজেপি সরকার যে পুতুল বসিয়ে অলক্ষ্যে বোর্ড চালাবে তা কার্যত নিশ্চিত ছিল। ২০২২ সালে রজার বিনিকে বোর্ডের সভাপতি করা হয়েছিল। শোনা যায়, তৎকালীন বোর্ড সচিব জয় শাহই বোর্ড চালাতেন।
বিনি ছিলেন পুতুল। কেবল ক্রিকেট কেন? হকি, বক্সিং, ফুটবল সহ একাধিক ক্রীড়া নিয়ামক সংস্থায় এভাবেই কৌশলে বিজেপি নিজেদের কর্তৃত্ব স্থাপন করেছে। মনহাসও সেই মুখ হয়ে থাকবেন।
শোনা যাচ্ছে, শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে BCCI সভাপতি এবং অন্য পদের দৌড়ে থাকা সম্ভাব্য সকলকেই আসতে বলা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া, যুগ্ম সচিব রোহন দেশাই, কোষাধ্যক্ষ প্রভতেজ সিংহ ভাটিয়া, সহ-সভাপতি রাজীব শুক্ল এবং আইপিএল কমিশনার অরুণ সিংহ ধুমল। হাজির ছিলেন প্রাক্তন বোর্ড সচিব সৌরাষ্ট্রের নিরঞ্জন শাহ এবং তামিলনাড়ুর কাশী বিশ্বনাথনের মতো কর্তারা। আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান এবং কর্নাটকের ব্রিজেশ পটেলকেও বৈঠকে ডাকা হয়েছিল। সৌরভও নাকি শনিবার দিল্লিতে ছিলেন। কিন্তু তাঁর বৈঠকে থাকা নিয়ে কোনও খবর নেই। শাহী বৈঠকে নাকি মনহাসের নাম চূড়ান্ত হয়েছে। সচিব পদে থাকছেন দেবজিৎ শইকীয়া। সহ-সভাপতি এবং যুগ্ম সচিব যথাক্রমে রাজীব শুক্ল এবং প্রভতেজ সিংহ ভাটিয়া। সভাপতির দৌড়ে থাকা কর্নাটকের রঘুরাম ভাট বোর্ডের কোষাধ্যক্ষ হচ্ছেন। আইপিএলের চেয়ারম্যান থাকছেন অরুণ ধুমল। অ্যাপেক্স কাউন্সিলে থাকছেন জয়দেব শাহ। আইপিএলের গভর্নিং কাউন্সিলে ঠাঁই পেয়েছেন মামন মজুমদার।