যোগীরাজ্যে ঝাঁসির হাসপাতালে ১০ সদ্যোজাতর মৃত্যুর পর মন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় ছড়ানো হল চুন!

হাসপাতাল চত্বরের যখন সন্তানহারা পরিবারদের হাহাকার শোনা যাচ্ছে, সেই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে পড়ে উপমুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানাতে, এরকম অভিযোগ উঠেছে

November 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশের ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে ১০ সদ্যোজাত শিশুর মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। তারপরেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যার সৌজন্যে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

হাসপাতাল চত্বরের যখন সন্তানহারা পরিবারদের হাহাকার শোনা যাচ্ছে, সেই সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যস্ত হয়ে পড়ে উপমুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানাতে, এরকম অভিযোগ উঠেছে! এরকম সংবেদনশীল সময়ে মন্ত্রীর জন্য চুন ছড়িয়ে রাস্তা পরিষ্কার করে হাসপাতাল কর্তৃপক্ষ, বলে অভিযোগ।

জানা যাচ্ছে, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মী বাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের NICU ওয়ার্ডে প্রথম আগুন লাগে। সেই সময় ওই ওয়ার্ডে অন্তত ৫৪টি শিশু ভর্তি ছিল, যাদের মধ্যে ৪৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের আগুনে পুড়ে ভয়াবহ মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সর্কিটের জেরেই এই অঘটন ঘটেছে।

এমন একটি আবহে হাসপাতাল পরিদর্শন করতে আসেন উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। আর তাঁর আগমনের বার্তা পেতেই হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীকে স্বাগত জানাতে উঠে-পড়ে লাগে!

সোশাল মিডিয়ায় এই ঘটনার যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (দৃষ্টিভঙ্গি এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি), তাতে দেখা যাচ্ছে – মন্ত্রী হাসপাতালে পৌঁছানোর আগেই সেখানে রাস্তায় চুন ছড়ানোর কাজ চলছে।

বিষয়টি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে সমাজমাধ্যমে। এক কংগ্রেস নেতার এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বিজেপি সরকার যে কতটা অসংবেদনশীল হতে পারে, তা দেখুন। একদিকে জীবন্ত আগুনে পুড়ে শিশুদের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। অন্যদিকে, উপমুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাসপাতালের রাস্তায় চুন ছড়ানো হচ্ছে!…’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen