আনন্দের মধ্যেই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন মেসি-দি মারিয়ারা!

বাসের এক প্রান্তে ছাদের ওপরে বসে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। সমর্থকদের উল্লাসে সাড়া দিতে দিতে সামনে খেয়াল করেননি তারা।

December 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়। আর্জেন্টিনা সময় গভীর রাতে বুয়েনস এইরেসে পৌঁছেছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। সেখান থেকেই লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দিরা সোজা চলে গেছেন বিমানবন্দর টারমাকে অপেক্ষমাণ ছাদখোলা বাসে। সেই বাসে করেই শহর প্রদক্ষিণ করেছেন তাঁরা। বুয়েনস এইরেসের রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিয়েছেন মেসিরা। কিন্তু বাস প্যারেডের মধ্যেই অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মেসিসহ আর্জেন্টিনার বেশ কয়েক ফুটবলার।

বাসের এক প্রান্তে ছাদের ওপরে বসে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। সমর্থকদের উল্লাসে সাড়া দিতে দিতে সামনে খেয়াল করেননি তারা।

হুট করেই সামনে চলে আসে তার। দেখে মনে হচ্ছিল, বিদ্যুত সংযোগের তার ছিল সেগুলো। দ্রুত মাথা নামিয়ে নেন মেসিসহ বাকি চারজন। তবে মাথায় সামান্য আঘাত পান পারেদেস। তার মাথার ক্যাপটি তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়। শেষ মুহূর্তে সতর্ক না হলে ঘটতে পারত বড় বিপদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen