নিজামের শহরে ‘সুপারহিট’ মেসি শো, ফুটবলের জাদুকরকে দেখে মুগ্ধ হায়দ্রাবাদ

December 14, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০: কলকাতার সল্টলেক স্টেডিয়ামের পর এবার হায়দ্রাবাদ। ভারতের মাটিতে ফের মেসি ম্যাজিকের সাক্ষী থাকল গোটা দেশ। রবিবার সন্ধ্যায় নিজামের শহরে অনুষ্ঠিত হল জমকালো ‘মেসি শো’। সহজ-সরল অথচ সাবলীল ভঙ্গিতেই হায়দ্রাবাদের মন জয় করে নিলেন বিশ্বজয়ী এই তারকা। এক কথায়, হায়দ্রাবাদে লিওনেল মেসির ( Lionel Messi) অনুষ্ঠান ছিল সুপারহিট।

কলকাতা সফর শেষ করে সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে মেসি সোজা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন এবং সেখান থেকে পাড়ি দেন হায়দ্রাবাদে। গন্তব্য ছিল উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সন্ধ্যা থেকেই সেখানে সাজ সাজ রব। স্টেডিয়ামে অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা ৬টা নাগাদ, তবে ভক্তদের অপেক্ষার অবসান ঘটে ঠিক সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। হাজারো ভক্তের গগনবিদারী স্লোগানের মধ্যে গাড়ি থেকে নেমে আসেন ফুটবলের রাজপুত্র।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে মেসি প্রবেশ করেন স্টেডিয়ামে। সেই সময় মাঠে চলছিল একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। একা নন, মেসির সঙ্গে ছিলেন তাঁর দুই সতীর্থ—লুই সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। ভিভিআইপি বক্সে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেই ম্যাচ উপভোগ করেন তাঁরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন লিও। অন্যদিকে, মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে মাঠে কিছুক্ষণ বল পায়ে মেলাতেও দেখা যায় তাঁকে।

তবে দর্শকরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই মুহূর্তও এল। মাঠে নেমে বল পায়ে জাদু দেখালেন মেসি, বল পাঠালেন জালের ঠিকানায়। এরপর হাসি মুখে খুদে ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেন তিনি। অনুষ্ঠানের শেষ পর্বে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

নিজামের শহরের আতিথেয়তায় মুগ্ধ মেসি। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আজ তথা সব জায়গায় আমি যে ভালবাসা পাই, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কী, এখানে আসার আগে আমি গোটা জীবনে অনেক ঘটনারই সাক্ষী হয়েছি। বিশেষ করে ২০২২ সালে বিশ্বকাপের পর থেকে। এই ভালবাসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen