গলায় রুদ্রাক্ষ, মুখে ‘হর হর মহাদেব’! আম্বানিদের বনতারায় শিব আরাধনায় মগ্ন লিওনেল মেসি!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.২০: ফুটবল মাঠের জাদুকর তিনি। পায়ের জাদুতে গোটা বিশ্বকে বশ করেছেন বহুবার। কিন্তু এবার সেই লিওনেল মেসিকেই (Lionel Messi) দেখা গেল সম্পূর্ণ এক ভিন্ন অবতারে। গলায় রুদ্রাক্ষের মালা, চোখে-মুখে ভক্তির ছাপ, আম্বানিদের বনতারায় (Vantara) গিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হলেন আর্জেন্টাইন সুপারস্টার। তাঁর এই ধার্মিক রূপ দেখে কার্যত হতবাক ও আপ্লুত নেটিজেনরা।
জানা গিয়েছে, কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই ও দিল্লি সফরের ব্যস্ত সূচি শেষ হওয়ার পরই রাতারাতি সফর দীর্ঘ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ বিমানে মেসি ও তাঁর সঙ্গীদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় গুজরাটের জামনগরে, অনন্ত আম্বানির ড্রিম প্রজেক্ট ‘বনতারা’য়। সূত্রের খবর, এই বিশেষ সফরের জন্য আম্বানি পরিবারকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে। তবে বিশ্বজয়ী তারকাকে নিজেদের ডেরায় পেয়ে আতিথেয়তায় কোনও ত্রুটি রাখেননি তাঁরা। মেসি এবং তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকে একেবারে পারিবারিক অতিথির মতোই বরণ করে নেওয়া হয়।
বনতারার অন্দরে অবস্থিত শিবমন্দিরে (Shiv Mandir) অনন্ত আম্বানির সঙ্গে প্রবেশ করেন মেসি। এই সময়ে তাঁর গলায় শোভা পাচ্ছিল রুদ্রাক্ষের মালা। হিন্দু রীতি ও নিষ্ঠা মেনেই তিনি শিবের অভিষেক করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ভক্তিভরে শিবলিঙ্গে দুধ ও জল ঢালছেন মেসি। ফুল ও বেলপাতা অর্পণ করে মাথা ঝুঁকিয়ে প্রণামও করেন। তাঁর সঙ্গেই ছিলেন সুয়ারেজ এবং ডি’পল। তাঁরাও মন্দিরের শান্ত পরিবেশে ধ্যানে মগ্ন হন।
তবে সবথেকে বেশি যে বিষয়টি ভক্তদের নজর কেড়েছে, তা হলো মেসির মুখে মহাদেবের নাম। পুজো শেষে উপস্থিত সকলের সঙ্গে গলা মিলিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনি দিতে শোনা যায় এল এম টেন-কে।
মেসি দেশ ছাড়ার পরেই বনতারার এই শিবপুজোর নানা দৃশ্য ও ছবি প্রকাশ্যে এসেছে। খেলার দুনিয়ার মহাতারকা যে ভিনদেশী সংস্কৃতি ও ধর্মাচরণের সঙ্গে এভাবে একাত্ম হয়ে যাবেন, তা দেখে মুগ্ধ ভারতীয় ভক্তকুল।
Leo Messi embracing Indian traditions during his visit to Vantara
Video – IG/viralbhayani
— We Are Messi 🔟 (@WeAreMessi) December 17, 2025