এমবাপের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন মেসি, কী বললেন তিনি?

কিলিয়ান এমবাপের সঙ্গে লিওনেল মেসির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকের কৌতূহল।

February 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কিলিয়ান এমবাপের সঙ্গে লিওনেল মেসির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকের কৌতূহল। এখন পিএসজিতে মেসির সতীর্থ এমবাপে। বিশ্বকাপে আর্জেন্টিনা জেতার পর থেকে এই দু’জনের সম্পর্ক নিয়ে কানাঘুষ চলছে। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ এমবাপের পুতুল হাতে নিয়ে তাঁকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দেন।


সম্প্রতি আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক সেই কৌতূহল মিটিয়েছেন। বলেছেন, দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। মেসি জানিয়েছেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে দু’জনের মধ্যে প্যারিসে আড্ডা হয়েছে। মেসি বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল নিয়ে আমরা দুজন কথা বলেছি। আর্জেন্টিনায় বিশ্বকাপ জেতার পর যে উৎসব হয়েছে, এমবাপ্পে সেটি নিয়ে আমার কাছে জানতে চেয়েছে। এর বাইরে আর কিছু হয়নি। ভালো, খুবই ভালো আমাদের দুজনের সম্পর্ক।’


বিশ্বকাপ ফাইনাল হারার অনুভূতিটা এমবাপের কেমন ছিল, তা নিয়ে মেসি সতীর্থের সঙ্গে কোনো কথাই বলেননি বলে জানিয়েছেন, ‘দেখুন, আমিও ফাইনালে খেলেছি। আমিও হেরে যেতে পারতাম। আমি তাঁর কাছে এ নিয়ে কিছু জানতে চাইনি। আসল কথা হচ্ছে, এমবাপের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। বরং মানুষ যেটা ভাবে আমাদের সম্পর্ক তার ঠিক উল্টো।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen