নয়া পালক মেসির মুকুটে, ফুটবল জীবনে ৮০০ তম গোল লিওর

গত শনিবার পিএসজির জার্সিতে নান্তেসের বিরুদ্ধে জীবনের ৭৯৯ তম গোলটি করেন মেসি।

March 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব জয়ের পর নয়া মাইলফলক গড়লেন মেসি। ফুটবল জীবনে ক্লাব ও দেশের হয়ে ৮০০ গোল করে ফেললেন মেসি। পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। পানামার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বুয়েনস এয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে মেসিদের খেলা দেখতে উপচে পড়েছিল ভিড়।

গত শনিবার পিএসজির জার্সিতে নান্তেসের বিরুদ্ধে জীবনের ৭৯৯ তম গোলটি করেন মেসি। ২০২১ সালের ডিসেম্বরে এই মাইল ফলকে পৌঁছেছিলেন সি আর সেভেন। এবার মেসি গড়লেন অনন্য নজির। বার্সেলোনার জার্সিতে মেসি ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছেন। পিএসজির হয়ে ইতিমধ্যেই ৩০টি গোল করেছেন তিনি। নীল-সাদা জার্সিতে মেসির ৯৮টি গোল রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen