ঘোষিত পদ্মশ্রী প্রাপকদের নাম, তালিকায় বাংলার কারা?
২০২৪ সালে মোট ৩৪ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন।
January 25, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালে মোট ৩৪ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। তালিকায় রয়েছেন চার বঙ্গসন্তান।
পুরুলিয়ার দুখু মাজিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। আদিবাসী পরিবেশকর্মী দুখু সাইকেলে ঘুরে ঘুরে গাছ লাগিয়ে বেড়ান। বীরভূমের শিল্পী রতন কাহার পদ্মশ্রী পাচ্ছেন। কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, ছৌ মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর পদ্মশ্রী পাচ্ছেন। পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ।