দেখে নিন সিকিমের তুষারধস দুর্ঘটনায় মৃতদের তালিকা

গতকাল সিকিমের ১৫ তম মাইলফলকের কাছে এই তুষারধসের ঘটনাটি ঘটেছে।

April 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
সিকিমের নাথুলা এলাকায় মঙ্গলবার নামে তুষারধস। ছবি: reuters

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিকিমের নাথুলা এলাকায় মঙ্গলবার নামে তুষারধস। শেষ খবর পাওয়া প্রজন্ত জানা গেছে, এক শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এই ধসে। মৃতদের মধ্যে আছেন ২ জন বাঙালি। উত্তরপ্রদেশের কিছু বাসিন্দা আছেন এই তালিকায়।

গতকাল সিকিমের ১৫ তম মাইলফলকের কাছে এই তুষারধসের ঘটনাটি ঘটেছে। এই তুষারধসে প্রায় ২০-৩০ জন পর্যটককে নিয়ে প্রায় ছটি গাড়ি আটকে পরে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

দেখে নিন দুর্ঘটনায় মৃত কারা:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen