আগুন ঝরানো বোলিংয়ের দাপটে পাঁচ বছর পর এশিয়া সেরা ভারত

১৩ বছর পর এশিয়া সেরার লড়াইয়ে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। ভারত কি পারবে বিশ্বকাপের আগে এশিয়া সেরা হয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে নাকি ২০১০ এশিয়া কাপ ফাইনালে হারের বদলা নেবে শ্রীলঙ্কা?

September 17, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাঁচ বছর পর এশিয়া সেরার খেতাব জিতল টিম ইন্ডিয়া। আগুনে বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপকে ধ্বংস করে দিয়ে এসেছিলেন সিরাজ। ফলে কাজটা সহজ হয়ে গিয়েছিল ভারতের ব্যাটারদের জন্য। গিল আর ঈশান সে’কাজ সেরেও ফেললেন। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় ভারতীয় শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই আঘাত আনেন বুমরাহ। ম্যাচের চতুর্থ ওভারে বল হাতে, ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের অনুকূলে নিয়ে আসেন সিরাজ। ওই ওভারে চার উইকেট শিকার করেন পেসার। সব মিলিয়ে সিরাজ ছটি এবং হার্দিক তিনটি উইকেট নিয়েছেন। ৫০ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে, ভারত ৫.১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। মাত্র ৩৭ বলে রান তাড়া করে এশিয়া সেরার খেতাব ঘরে তুলল টিম ইন্ডিয়া।

২৬৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে, বল বাকি থাকার নিরিখে ভারত ওডিআইতে সবথেকে বড় জয় পেল। শুভমন গিল ৬টি বাউন্ডারিসহ ১৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ১৮ বলে ২৩ রান করে নট-আউট থাকেন ঈশান কিষান। ভারত এই নিয়ে ৮ বার এশিয়া কাপ জিতল। ২০১৮ সালের পরে ফের কোনও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভারত।

UPDATE

  • ৬.১ ওভারেই শুভমনের ২৭ রান ও ঈশানের ২৩ রানে ভর করে এশিয়া কাপে বিরাট জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
  • ক্রিজে শুভমনের সঙ্গে ব্যাট করছেন ঈশান। দ্রুত রান তুলছেন তাঁরা।
  • আউট!! মাত্র ১৫.২ ওভারে ৫০ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। হার্দিক পাণ্ডিয়ার ৩ উইকেট। আউট হলেন মাথিশা পাথিরানা (০)
  • উইকেট!! নবম উইকেট হারাল শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট নিলেন হার্দিক। ৫০ রানে ৯ উইকেট চলে গেল শ্রীলঙ্কার। প্রমোদ মাদুশান (১) বিরাট কোহলির হাতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন।
  • আউট!! হার্দিকের বলে রাহুলের হাতে ক্যাচে ধরা দিলেন দুনিথ ওয়েলালাগে(৮)
  • উইকেট!! সিরাজের আগুনে বোলিং-এ বোল্ড কুশল মেন্ডিস (১৭)। শ্রীলঙ্কার ভেঙে গেল ২২ রানের জুটি।
  • ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩১/৬
  • উইকেট!! ৫ উইকেট তুলে নিলেন সিরাজ। দাসুন শনাকা ফিরলেন শূণ্য রানে।
  • ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১২/৫
  • আউট!! পাথুম নিসঙ্কা (২), সাদিরা সমরবিক্রমা (০), ধনঞ্জয় ডি সিলভার (৪) পর সিরাজের বলে সাজঘরে ফিরলেন চারিথ আশালঙ্ক (০)।
  • উইকেট!! এ বার পাথুম নিশঙ্কের উইকেট নিলেন সিরাজ। ৮ রানে দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
  • প্রথম ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭/১
  • আউট!! প্রথম ওভারের তৃতীয় বলেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। কুশল পেরেরা (০) কট বিহাইন্ড হলেন বুমরাহর বলে। শ্রীলঙ্কা ১/১।
  • আপাতত বৃষ্টি থেমেছে। দুপুর সাড়ে ৩টের সময় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়ারেরা। খেলা শুরু হতে পারে ৩.৪০ থেকে।
  • বৃষ্টি জনিত ব্যাঘাতে নির্ধারিত সময়ে খেলা শুরু হবে না
  • টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen