বারাসতের পুজো মণ্ডপগুলিতে কেমন ভিড় রয়েছে, লাইভ টেলিকাস্টের মাধ্যমে জানানো হচ্ছে

অতীত থেকে শিক্ষা নিয়ে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বারাসত জেলা পুলিস। তারা নিজেদের উদ্যোগে বড় পুজো মণ্ডপগুলিতে বসাচ্ছে ক্যামেরা

November 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বারাসত পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়, আনন্দবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাসত শহরে এবার মোট ১৫টি ও মধ্যমগ্রামের ন’টি বিগ বাজেটের পুজো হচ্ছে। রকমারি থিমে সেজে উঠেছে দুই শহর। প্রতি বছরই এই দুই শহরে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। ফলে, একটা সময় বিগ বাজেটের পুজো মণ্ডপে লাগামছাড়া ভিড় উপচে পড়ে। অথচ বেশ কিছু মণ্ডপ ফাঁকাই থেকে যায়।

অতীত থেকে শিক্ষা নিয়ে এবার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে বারাসত জেলা পুলিস। তারা নিজেদের উদ্যোগে বড় পুজো মণ্ডপগুলিতে বসাচ্ছে ক্যামেরা। ক্যামেরার অবস্থান এমন হবে, যাতে গোটা মণ্ডপের ছবি তাতে ধরা পড়ে। সেই ছবি সরাসরি ফুটে উঠবে জায়ান্ট স্ক্রিনে। দর্শনার্থীরা ওই স্ক্রিনে চোখ রাখলেই বুঝতে পারবেন, কোন মণ্ডপ ফাঁকা, আর কোন মণ্ডপে ভিড়ের চাপ বেশি। বারাসতের চাঁপাডালি, ডাকবাংলো, কলোনি মোড় সহ পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় স্ক্রিনে দেখা যাবে সেই ছবি। মধ্যমগ্রাম চৌমাথায় দু’টি, দোলতলা, মাইকেল নগরেও এই ধরনের স্ক্রিন বসানোর কথা ভেবেছে পুলিস।

এ বিষয়ে বারাসত পুলিস জেলার অতিরিক্ত সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, মূলত দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভিড়ের লাইভ টেলিকাস্ট করব। তবে কতগুলি জায়গায় এমন স্ক্রিন বসানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বারাসত ও মধ্যমগ্রামে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মণ্ডপে বসানো হবে উন্নতমানের ক্যামেরা। ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হতে পারে। এদিকে, পুজোর ক’দিন কালীক্ষেত্র বারাসত ও মধ্যমগ্রামে ভিড় সামলে গাড়ির গতি স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ বারাসত পুলিসের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen