লকডাউন জের! ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল ও দূরপাল্লার ট্রেন

এবার জানা যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত কোনও ট্রেন চলবে না। তবে স্পেশাল ট্রেন যেমন চলছে তেমনই চলবে।

August 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না ট্রেন। চলবে না কোনও মেট্রো, লোকাল ট্রেনও। এমনকি দূরপাল্লার ট্রেনও বন্ধ রাখার সিদ্ধান্ত। তবে যেমন স্পেশাল ট্রেন চলছে তেমনই চলবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে। তাতে এই বিষয়ে জানানো হয়েছে।

লকডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। এরপর কিছু স্পেশাল ট্রেন চালু হলেও রেল পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। ১২ অগস্ট পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে বলে আগে জানানো হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত কোনও ট্রেন চলবে না। তবে স্পেশাল ট্রেন যেমন চলছে তেমনই চলবে।

বর্তমানে ভারতীয় রেল ৩০ টি রাজধানী সহ ২০০ টি স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে। এই ট্রেনগুলি আগের মতোই চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare
WordPress › Error

Error establishing a Redis connection

To disable Redis, delete the object-cache.php file in the /wp-content/ directory.