কাল থেকে বাড়বে লোকাল ট্রেন, কোন রুটে কখন ট্রেন জেনে নিন

লকডাউনের (Lock Down) পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ৮১টি ট্রেন চলছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ৯৫।

November 17, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

দক্ষিণ-পূর্ব রেল মঙ্গলবার থেকে আরও ১৪টি লোকাল ট্রেন চালাবে বলে ঘোষণা করল। সাতটি করে অতিরিক্ত ট্রেন চলবে আপ ও ডাউন-এ। 

লকডাউনের (Lock Down) পর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে দক্ষিণ-পূর্ব শাখায় মোট ৮১টি ট্রেন চলছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ৯৫।  

লোকাল ট্রেন (Local Train) পরিষেবা চালু হওয়ার পর থেকেই যাত্রীদের ভিড় বাড়ছে। ফলে বেশি সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এর ফলে কিছুটা হলেও সোশ্যাল ডিসটেন্স বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে রেল।

আপ ট্রেনের সময়সূচি-  ১) ৩৮৭০৫ হাওড়া-খড়গপুর : ভোর ৪ টে ৫৫ মিনিট। ২) হাওড়া-মেদিনীপুর : ভোর ৫ টা ৩৫ মিনিট।  ৩) হাওড়া-পাঁশকুড়া : সকাল ৯ টা ৫০ মিনিট।  ৪) হাওড়া-পাঁশকুড়া : দুপুর ১ টা ১০ মিনিট।  ৫) হাওড়া-পাঁশকুড়া : বিকেল ৫ টা।  ৬) হাওড়া-মেচেদা : রাত ৮ টা ৫ মিনিট।  ৭) হাওড়া-পাঁশকুড়া : রাত ১০ টা ২৫ মিনিট। 

ডাউন ট্রেনের সময়সূচি-  ১) মেচেদা-হাওড়া : রাত ৩ টে ৫ মিনিট। ২) খড়গপুর-হাওড়া : সকাল ৬ টা ৫৫ মিনিট।  ৩) পাঁশকুড়া-হাওড়া : সকাল ৮ টা ২৫ মিনিট।  ৪) মেদিনীপুর-হাওড়া : সকাল ৯ টা ১০ মিনিট।  ৫) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৩ টে ৫৭ মিনিট।  ৬) পাঁশকুড়া-হাওড়া : বিকেল ৫ টা ৪৫ মিনিট।  ৭) পাঁশকুড়া-হাওড়া : সন্ধ্যা ৭ টা ১০ মিনিট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen