মোদী জমানায় লোকাল ট্রেনের যাত্রীসংখ্যা কমেছে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: গত দশ বছরে, মোদী সরকারের আমলে শহর ও শহরতলির লোকাল এবং নন-সাবার্বান ট্রেনের যাত্রী সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমেছে । ভারতীয় রেলের যাত্রী সংখ্যার পরিসংখ্যান বলছে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ভারতে লোকাল ট্রেনের যাত্রী কমেছে প্রায় ৩০ কোটি ৩০ লক্ষ।
২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে যাত্রীসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি ৪০ লক্ষ, সেই সংখ্যাই ২০২৪-২৫ অর্থবর্ষে এসে দাঁড়িয়েছে ৪২০ কোটির সামান্য বেশি। একই ছবি দেখা যাচ্ছে দেশের নন-সাবার্বান ট্রেনেও। সেখানেও যাত্রী কমেছে প্রায় ৮৭ কোটি।
২০১৪-১৫ সালে সংখ্যাটা ছিল ৩২৩ কোটি ৮০ লক্ষ, আর ২০২৪-২৫ অর্থবর্ষে তা নেমে এসেছে ২৩৬ কোটিতে।
তবে রিজার্ভড বা সংরক্ষিত শ্রেণির যাত্রী বেড়েছে প্রায় ৩২ কোটি।
২০১৪-১৫ সালে ট্রেনে রিজার্ভড যাত্রীর সংখ্যা ছিল ৪৮ কোটি ৮০ লক্ষ, ২০২৪-২৫ অর্থবর্ষে তা পৌঁছেছে প্রায় ৮০ কোটি ৭০ লক্ষে।
গত ২-৩ বছরে রেল দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে, তাছাড়া দিনদিন খারাপ হচ্ছে রেলের পরিকাঠামো, পরিষেবা নিয়েও ভুড়িভুড়ি অভিযোগ যাত্রীদের। তবে এই পরবর্তন কিসের প্রতিফলন তা স্পষ্ট নয়।