মোদী জমানায় লোকাল ট্রেনের যাত্রীসংখ্যা কমেছে

July 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: গত দশ বছরে, মোদী সরকারের আমলে শহর ও শহরতলির লোকাল এবং নন-সাবার্বান ট্রেনের যাত্রী সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমেছে । ভারতীয় রেলের যাত্রী সংখ্যার পরিসংখ্যান বলছে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ভারতে লোকাল ট্রেনের যাত্রী কমেছে প্রায় ৩০ কোটি ৩০ লক্ষ।

২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে যাত্রীসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি ৪০ লক্ষ, সেই সংখ্যাই ২০২৪-২৫ অর্থবর্ষে এসে দাঁড়িয়েছে ৪২০ কোটির সামান্য বেশি। একই ছবি দেখা যাচ্ছে দেশের নন-সাবার্বান ট্রেনেও। সেখানেও যাত্রী কমেছে প্রায় ৮৭ কোটি।

২০১৪-১৫ সালে সংখ্যাটা ছিল ৩২৩ কোটি ৮০ লক্ষ, আর ২০২৪-২৫ অর্থবর্ষে তা নেমে এসেছে ২৩৬ কোটিতে।
তবে রিজার্ভড বা সংরক্ষিত শ্রেণির যাত্রী বেড়েছে প্রায় ৩২ কোটি।

২০১৪-১৫ সালে ট্রেনে রিজার্ভড যাত্রীর সংখ্যা ছিল ৪৮ কোটি ৮০ লক্ষ, ২০২৪-২৫ অর্থবর্ষে তা পৌঁছেছে প্রায় ৮০ কোটি ৭০ লক্ষে।

গত ২-৩ বছরে রেল দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে, তাছাড়া দিনদিন খারাপ হচ্ছে রেলের পরিকাঠামো, পরিষেবা নিয়েও ভুড়িভুড়ি অভিযোগ যাত্রীদের। তবে এই পরবর্তন কিসের প্রতিফলন তা স্পষ্ট নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen