চালু হল দীঘা যাওয়ার লোকাল, খুশি পর্যটক-হোটেল মালিকরা

দীর্ঘদিন পর ট্রেন চলতে শুরু করায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সকলেই খুশি। খুশি দীঘার হোটেল ব্যবসায়ীরাও।

November 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দীর্ঘ ছ’মাস পর দীঘা থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হল। রবিবার সকাল ছ’টা নাগাদ দীঘা স্টেশন থেকে দীঘা-পাঁশকুড়া ট্রেন পাঁশকুড়ার উদ্দেশে যাত্রা শুরু করে। অন্যদিকে দীঘা-মেচেদা লোকাল ট্রেনটি সকাল ৮টায় মেচেদা থেকে ছেড়ে ১১টা ৫মিনিটে দীঘায় পৌঁছয়। দীর্ঘদিন পর ট্রেন চলতে শুরু করায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটক, সকলেই খুশি। খুশি দীঘার হোটেল ব্যবসায়ীরাও।

এমনিতেই দীঘা থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন চলছে। তার পাশাপাশি দীঘা-হাওড়া স্পেশাল ট্রেনও চলছে। এরই পাশাপাশি লোকাল ট্রেন চালু হয়ে গেল। এর আগে শনিবার রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এই শাখায় আপাতত দীঘা-পাঁশকুড়া ও দীঘা-মেচেদা লোকাল ট্রেন চলবে। তবে নিউ নর্মালের আগে দীঘা শাখায় দীঘা-পাঁশকুড়া, দীঘা-মেচেদা ছাড়াও দীঘা-সাঁতরাগাছি ট্রেন চলত। যদিও শনিবারে প্রকাশিত টাইম টেবিলে দীঘা-সাঁতরাগাছির ট্রেনের কোনও উল্লেখ নেই।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জলচক এলাকা থেকে দীঘায় বেড়াতে এসেছিলেন রামকৃষ্ণ জানা। তিনি বলেন, আমি চারদিন আগে সপরিবারে দীঘায় এসেছি। বেড়ানো শেষ করে আমরা লোকাল ট্রেনেই বাড়ি ফিরছি। লোকাল ট্রেন চালু হওয়ার খুবই দরকার ছিল। কারণ তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। যাতায়াতের ক্ষেত্রে খুবই সমস্যা হতো। লোকাল ট্রেন চালু হওয়ায় আমরা খুব কম খরচে দীঘায় যাতায়াত করতে পারব।

দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, লোকাল ট্রেন চালু হওয়ায় আমরা খুবই খুশি। আমরা অনেকদিন ধরেই দীঘায় বন্ধ থাকা লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি বিভিন্ন মহলে জানিয়ে আসছিলাম। এবার ট্রেন চালু হওয়ায় দীঘায় পর্যটক আনাগোনা বাড়বে। এর ফলে হোটেল ব্যবসাও আরও চাঙ্গা হবে। পর্যটক বাড়লে দীঘায় ব্যবসায়ী কিংবা দোকানদাররাও আর্থিক দিক দিয়ে লাভবান হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen