ধর্ষিতার পরিবার শাস্তি পাবে! লকেটের বক্তব্যে বিতর্ক

ধর্ষকরা নয়, ধর্ষিতার পরিবার শাস্তি পাবে!― এমনটাই জানালেন বি.জে.পি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

October 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

‛ধর্ষকরা নয়, ধর্ষিতার পরিবার শাস্তি পাবে!’― এমনটাই জানালেন বি.জে.পি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)! হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন এবং লকেটদেবী ঠিকই বলেছেন! কারণ, পুলিশ (Uttar Pradesh) যেভাবে নির্যাতিতার বাড়ি ঘিরে রেখেছে, পরিবারকে মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, মোবাইল ছিনিয়ে নিচ্ছে, হুমকি দিচ্ছে, মারধর করছে, নির্যাতিতার দেহ পরিবারের হাত থেকে ছিনিয়ে নিয়ে ডিজেল ঢেলে গোপনে জ্বালিয়ে দিল, তাতে বোঝাই যাচ্ছে, শাস্তিটা কেবলমাত্র পরিবারের লোকেরাই পাচ্ছেন। আর সেটা হবেই না-বা কেন! মৃতা মণীষা বাল্মীকি যে দলিত। আর যারা ধর্ষণ করেছে (রাম, লবকুশ, রবি, সন্দীপ ঠাকুর), নির্যাতিতার জিভ কেটে নিয়েছে, শিরদাঁড়া ভেঙে পঙ্গু করে দিয়েছে, তারা উচ্চবর্ণের! কাজেই, শাস্তি তো নির্যাতিতার পরিবারই পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen