তৃণমূলের প্রতীকে ভোট দিলে পড়ছে বিজেপিতে! গুরুতর অভিযোগ আরামবাগে
ভোটকর্মীরা সারিয়ে দিলেও মাঝে মাঝেই বিকল হয়ে পড়ছে। এর মাঝেই হুগলির আরামবাগের রবীন্দ্রভবনের ১১৩ নম্বর বুথে এর মাঝেই অভিযোগ
May 20, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চম দফার ভোটে বাংলার সাত কেন্দ্রের বিভিন্ন বুথে সকাল থেকেই ইভিএমে সমস্যা হচ্ছে। ভোটগ্রহণ চলাকালীন বিকল হয়ে পড়ছে ইভিএম। ভোটকর্মীরা সারিয়ে দিলেও মাঝে মাঝেই বিকল হয়ে পড়ছে। এর মাঝেই হুগলির আরামবাগের রবীন্দ্রভবনের ১১৩ নম্বর বুথে এর মাঝেই অভিযোগ, সেখানকার ইভিএমটিতে তৃণমূলের প্রতীকে ভোট দিলে পড়ছে বিজেপিতে! স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।