‘জীবনে সবসময় প্রথম হয়েছি, এবারের নির্বাচনেও প্রথম হব’- মনোনয়নপত্র জমা দিয়ে বললেন সাজদা আহমেদ

শুক্রবার থেকে শুরু হল হাওড়া জেলাশাসকের দপ্তরে উলুবেড়িয়া আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ।

April 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ মনোনয়নপত্র জমা দিলেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার উলুবেড়িয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী এবং তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ মনোনয়নপত্র জমা দিলেন। দু’জনেরই দাবি, নির্বাচনে জয় নিশ্চিত। নির্বাচনের দিন ঘোষণার পর উলুবেড়িয়া লোকসভা আসনে জোর কদমে প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা। শুক্রবার থেকে শুরু হল হাওড়া জেলাশাসকের দপ্তরে উলুবেড়িয়া আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। এদিন বিজেপি ও তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন।

বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর জন্মদিন ও জন্মবার শুক্রবার। মনোনয়ন দেওয়ার জন্য এই দিনটিকেই বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘কালক্রমে আমার জন্মদিনেই মনোনয়ন জমার দিন পড়েছে। আমি পরিবারের সঙ্গে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন কালীবাড়িতে মা আনন্দময়ীকে পুজো দিয়েছি। পুরোহিত মশাইয়ের ঠিক করে দেওয়া সময়ে মনোনয়ন জমা দিয়েছি। সাধারণ মানুষের যা সাড়া পেয়েছি তাতে আমি নিশ্চিত যে, জয়লাভ করছি।’ অন্যদিকে তৃতীয়বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ (Sajda Ahmed)। তিনিও মনোনয়ন জমা দিতে এই দিন বেছে নেন। তিনি বলেন, জীবনে সবসময় প্রথম হয়েছি। এবারের নির্বাচনেও উলুবেড়িয়া (Uluberia) আসনে প্রথম হব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen