সংসদ চত্বরে স্মার্ট ওয়াচ, স্মার্ট চশমা ব্যবহার নয়, সাংসদদের অনুরোধ লোকসভার সচিবালয়ের

December 25, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: সংসদ চত্বরে স্মার্ট ওয়াচ, স্মার্ট চশমার মতো ডিজিটাল ডিভাইস ব্যবহার করবেন না, এমনই জানিয়েছে লোকসভার সচিবালয়। ডিজিটাল ডিভাইস যেমন স্মার্ট চশমা, স্মার্ট পেন বা ঘড়ি বা অন্য কোনও ডিভাইস সংসদ চত্বরে ব্যবহার না-করার পরামর্শ দেওয়া হয়েছে। সচিবালয়ের মতে, এতে সাংসদদের গোপনীয়তা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি সংসদেরও বিশেষাধিকার খর্ব হওয়ার আশঙ্কা থাকে।

লোকসভার বুলেটিনে সাংসদদের রীতিমতো এই নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে। মূলত স্মার্ট চশমা, পেন ক্যামেরা এবং স্মার্ট ঘড়ির কথা বলা হয়েছে বুলেটিনে। এ ধরনের ডিভাইসের ব্যবহারের ফলে গোপনীয়তা ও নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কারণ হিসাবে কিছু জানানো হয়নি।

হাল আমলে স্মার্ট ডিভাইস ব্যবহারের বহর বেড়েছে, এই পরিস্থিতিতে লোকসভার সচিবালয়ের এহেন বার্তা তাৎপর্যপূর্ণ। লোকসভার সচিবালয় বিস্তারিত কোনও কারণ উল্লেখ করেনি। এমনকী স্মার্ট ডিভাইস ব্যবহারের ফলে গোপনীয়তা বা নিরাপত্তায় কী ধরনের ঝুঁকি হতে পারে, তা নিয়ে নির্দিষ্ট করে কোনও মন্তব্য করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen