Lokmat Parliamentary Awards 2025: দোলা-সহ আট সাংসদ ভূষিত হলেন পুরস্কারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৮: বুধবার নয়া দিল্লির বুকে অনুষ্ঠিত হল বার্ষিক লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ডস ২০২৫-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভায় (Rajya Sabha) সাংসদদের পারফরমেন্স-র ভিত্তিতে পুরস্কৃত করা হল দেশের আট সাংসদকে। পুরস্কার পেলেন বাংলার রাজ্যসভার সাংসদ দোলা সেন।
দেশের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গভাই, মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেল, আচার্য লোকেশ মুনি এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালেরা উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ডস-র ষষ্ঠতম সংস্করণের জুরি চেয়ারম্যান ছিলেন এনসিপি প্রফুল্ল প্যাটেল। অন্যান্য জুরিদের মধ্যে ছিলেন সাংসদ সৌগত রায়, ভারত্রুহারি মহতাব, জয়া বচ্চন, নিশীকান্ত দুবে, অভিষেক মনু সিংভী, কানিমোঝি, সস্মিত পাত্র, প্রথিতযশা সাংবাদিক বরখা দত্ত। একই সঙ্গে আয়োজিত হয় লোকমত ন্যাশনল মিডিয়া কনক্লেভ। দুই সেশনে আয়োজিত হয় কনক্লেভ। প্রথম সেশনে ভোটের সময় অর্থ ব্যয় এবং সামাজিক প্রকল্পে উপহার, আর্থিক সহায়তা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় সেশনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা চলে।
এক নজরে Lokmat Parliamentary Awards 2025:
লাইফটাইম আ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (লোকসভা): টিআর বালু
বেস্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (লোকসভা): জগদম্বিকা পল
বেস্ট ওমেন পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (লোকসভা): সঙ্গীতা কুমার সিং দেও
বেস্ট ডেবিউট্যান্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (লোকসভা): ইকরা চৌধুরী
লাইফটাইম আ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (রাজ্যসভা): দিগবিজয় সিং
বেস্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (রাজ্যসভা): সঞ্জয় সিং
বেস্ট ওমেন পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (রাজ্যসভা): দোলা সেন
বেস্ট ডেবিউট্যান্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড (রাজ্যসভা): সুধা মুর্তি