লোকসভায় এবারও বঙ্গ বিজেপি’র সচেতক হতে চলেছেন খগেন মুর্মু
June 26, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিটে ১৮ জন জয়লাভ করেছিলেন। এবার সেই সংখ্যা কমে হয়েছে ১২। সেই কারণে অনেকেই মনে করছিলেন লোকসভায় আলাদাভাবে বঙ্গ বিজেপি’র কাউকে সচেতক রাখার যৌক্তিকতা নেই। কিন্তু বিজেপির নিয়মই হল সচেতকের নাম দিতে হবে। তাই কে এবার ঔই পদে বসবেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর সাংসদ খগেন মুর্মু বঙ্গ বিজেপির সচেতক হতে চলেছেন। গতবারও তিনি এই পদে ছিলেন। বঙ্গ বিজেপির এক সাংসদ জানিয়েছেন, ‘খগেন মুর্মু ভালো লোক। তাঁর নাম লোকসভায় বঙ্গ বিজেপির সচেতক হিসেবে এলে বাকি ১১ জন সাংসদের কেউই আপত্তি করবেন না।’