অবশেষে মিলল টিকিট, নাম ঘোষণা হতেই প্রচারে যাদবপুরের BJP প্রার্থী

মোদী সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরে পদ্ম প্রার্থী এলাকার মানুষের কাছে লিফলেট বিলি করেন।

March 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নাম ঘোষণা হতেই প্রচারে যাদবপুরের BJP প্রার্থী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রামে গ্রামে ঘুরে প্রচার আরম্ভ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Dr. Anirban Ganguly)। এর আগে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে নানান জল্পনায়, শোনা গিয়েছিল রাজ্যসভায় তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। তবে সে যাত্রায় টিকিট মেলেনি। এবার লোকসভায় টিকিট মিলতেই আর দেরি নয়। পুরোদমে প্রচারে নেমে পড়লেন অনির্বাণ।

সোমবার সকালে বারুইপুর পূর্ব বিধানসভার জয়নগরের গোয়ালবেড়িয়ায় প্রচার করেন গেরুয়া প্রার্থী। বিজেপির (BJP) যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার ছিলেন তাঁর সঙ্গে। প্রচারে নেমে উন্নয়নের প্রশ্নে যাদবপুরের বর্তমান সাংসদের রিপোর্ট কার্ড দাবি করেন অনির্বাণ।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে যাদবপুর (Jadavpur) কেন্দ্রে টানা জিতে চলেছে তৃণমূল। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের কথায়, আগেভাগে প্রচারে নেমে লাভ নেই। মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। মোদী সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরে পদ্ম প্রার্থী এলাকার মানুষের কাছে লিফলেট বিলি করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen