সন্দেশখালি ইস্যুকে জোরালোভাবে জিইয়ে রাখার জন্য রাজ্যপালকে গোপন নির্দেশ দিল্লির, কী কী বলা হয়েছে?

সন্দেশখালিকে কেন্দ্র করে আন্দোলনের রেশ ধরে রেখেই লোকসভা ভোটে আসনসংখ্যা বাড়াতে চায় তারা। সেই কারণে নানান ছক কষছে গেরুয়া শিবির

February 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্দেশখালির মাটিকে লোকসভা ভোটের ‘ঘাঁটি’ বানাতে মরিয়া বিজেপি। সন্দেশখালি নিয়ে ইতিমধ্যেই একের পর এক কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। বিভিন্ন কমিশন সন্দেশখালি আসায় তার থেকেও ফায়দা তুলতে চেয়েছে তারা। সেই ধারাই চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পদ্মশিবিরের। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, সেটা চান দলের কেন্দ্রীয় নেতৃত্বও। সেই নির্দেশকে কাজে লাগাতে পরিকল্পনাও পাকা বঙ্গ বিজেপির। সন্দেশখালিকে কেন্দ্র করে আন্দোলনের রেশ ধরে রেখেই লোকসভা ভোটে আসনসংখ্যা বাড়াতে চায় তারা। সেই কারণে নানান ছক কষছে গেরুয়া শিবির।

সব ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির পরিকল্পনা, সেই সভায় সন্দেশখালির (Sandeshkhali) ‘নির্যাতিতা’-দের উপস্থিত করানো হবে। আলাদা মঞ্চ করে বসানো হবে তাঁদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা।

সন্দেশখালি ইস্যুকে আরও জোরালো করতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও (CV Ananda Bose) কাজে লাগাতে চাইছে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটা শোনা যাচ্ছে। বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, দিল্লি থেকে রাজ্যপালকে নাকি নির্দেশ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে হবে। তাঁকে আবার সন্দেশখালি গিয়ে যতটা বেশি সম্ভব গ্রামে ঘুরতে বলা হয়েছে বলে শোনা যাচ্ছে। কোন কোন জায়গায় তাঁকে যেতে হবে তা নাকি ঠিক করে দেবে সেন্ট্রাল আইবি। শুধু তাই নয়, সেন্ট্রাল আইবি (Central IB) নাকি দুটি নোট দেবে রাজ্যপালকে, সেটা নাকি রাজ্যপালকে নিজের রিপোর্ট বলে প্রকাশ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen