India-Bangladesh border-র সুদীর্ঘ এলাকা এখনও অসুরক্ষিত! কাঁটাতারহীন, সংসদে জানাল কেন্দ্র
বাংলার আন্তর্জাতিক সীমান্ত অর্থাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘ এলাকা এখনও অসুরক্ষিত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৬: বাংলার আন্তর্জাতিক সীমান্ত অর্থাৎ ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘ এলাকা এখনও অসুরক্ষিত। দীর্ঘ এলাকায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সংসদে দাঁড়িয়ে এ কথা স্বীকারও করেছে কেন্দ্র। অনুপ্রবেশ ইস্যুতে প্রতিদিন বাংলার সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতারা। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলায় এসে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন একাধিকবার। অথচ পরিসংখ্যান বলছে, স্বরাষ্ট্রমন্ত্রকই নিজের কাজ ঠিক করে করেনি।
ভারত-বাংলাদেশ সীমান্তের দীর্ঘ এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। এক প্রশ্নের উত্তরে সংসদে অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ৫৬৯ কিলোমিটার এখনও অসুরক্ষিত। কেন্দ্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। শুধু বাংলার সীমান্ত ২,২১৬ কিলোমিটার, মেঘালয় সীমান্ত ৪৪৩ কিলোমিটার, অসম সীমান্ত ২৬৩ কিলোমিটার, ত্রিপুরা সীমান্ত ৮৫৬ কিলোমিটার এবং মিজোরামের সীমান্ত ৩১৮ কিলোমিটার। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ১৭৪ কিলোমিটার এলাকায় কাঁটাতার লাগানোই সম্ভবই। কারণ ওই এলাকা হয় ধসপ্রবণ, প্রতিকূল, দুর্গম এবং জঙ্গলকীর্ণ।
বাংলার সীমান্তে ২,২১৬ কিলোমিটার এলাকার মধ্যে ১,৬৪৮ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়েছে। ৫৬৯ কিলোমিটার এখনও বেড়াহীন। যার মধ্যে ৪৫৬ কিলোমিটার এলাকা কাঁটাতার লাগানোর যোগ্য। ১৪৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া শুরুই হয়নি। ২২৯.৩১৮ কিলোমিটার কাঁটাতার দেওয়ার কাজ নানা জটে আটকে আছে। ফলে কেন্দ্র দায় এড়াতে পারে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় সীমান্ত সুরক্ষা গুরুত্বপূর্ণ। এ হেন গুরুত্বপূর্ণ কাজে গড়িমসি কেন? কোন রাজ্যে বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য কতটা? বাংলাদেশ সীমান্তের কতটা এখনও সুরক্ষিত নয়? যে এলাকা সুরক্ষিত নয়, সে সব এলাকায় কাঁটাতার লাগানো যায়নি কেন? ইত্যাদি প্রশ্নগুলো উঠছে।