দীর্ঘ অপেক্ষার শেষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৬: প্রায় আড়াই বছর পর স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeev Bhattacharya)। ২০২৩ সালের মে মাসে সুরঞ্জন দাস (Suranjan Das) অবসর নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনে অনিশ্চয়তা চলে আসছিল। সেই সময়ে শিক্ষক নিয়োগে (Teacher Recruitment) জটিলতা, নিরাপত্তা প্রশ্নে বিতর্ক ও প্রশাসনিক অস্থিরতা ঘিরে বারবার আলোচনায় আসে যাদবপুর।
দায়িত্ব নিয়ে চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) বলেন, তাঁর মূল লক্ষ্য হবে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও শিক্ষার মান উন্নত করা। তিনি জানান, শিক্ষক নিয়োগ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে। ডিসেম্বরে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে।
নিরাপত্তা (JU Security) বাড়ানোর কথাও উল্লেখ করেন নতুন উপাচার্য (Vice Chancellor)। বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে অতিরিক্ত ৭০টি সিসিটিভি বসানোর জন্য ইতিমধ্যেই বরাদ্দ মিলেছে। পাশাপাশি নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। তাঁর কথায়, যাদবপুর শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাংলার গর্ব। নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ার লক্ষ্যেই কাজ হবে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের একাংশ মনে করছেন, দীর্ঘ অস্থিরতার পর যাদবপুর আবার পুরোনো মর্যাদা ও স্থিতিশীলতা ফিরে পাবে।
সম্প্রতি রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নাম চূড়ান্ত করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সেই তালিকাতেই ছিল চিরঞ্জীব ভট্টাচার্যের নাম। রাজভবনে বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্য হিসেবে নাম ঘোষণা করা হয় আশুতোষ ঘোষের (Asutosh Ghosh)। পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের (Biswa Bangla University) জন্যও নাম চূড়ান্ত হয়।