এক নজরে কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬, দেখে নিন ঝটপট

আজ, ১ ফেব্রুয়ারি সংসদে অর্থ বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

February 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, ১ ফেব্রুয়ারি সংসদে অর্থ বাজেট পেশ করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কী কী ঘোষণা হল? দেখে নিন এক নজরে

নতুন আয়কর কাঠামোয় বার্ষিক ১২ লক্ষ টাকা অবধি আয়ে কর ছাড়।

ক্যানসার-সহ একাধিক মারণরোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আগামী সপ্তাহে নতুন আয়কর আইন পাশ।

প্রবীণদের স্ট্যান্ডার্ড ডিকাশন ছাড় বেড়ে এক লক্ষ টাকা।

৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

কিষান ক্রেডিট কার্ডে ঋণের সীমা বৃদ্ধি। মিলবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।

শিক্ষা ক্ষেত্রে AI-র জন্য পাঁচশো কোটির বিনিয়োগ।

দেশের একশো জেলায় ধনধান্য যোজনা।

কেওয়াইসি পদ্ধতির সরলীকরণ।

সরকারি সেকেন্ডারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা।

কোশি নদীর সংযুক্তিকরণে বিহারকে আর্থিক সাহায্য।

জল জীবন মিশনের মেয়াদ বৃদ্ধি ২০২৮ অবধি।

দেশের ১২০টি নতুন বিমানবন্দর নির্মাণ।

ডেয়ারি ও ফিশারি প্রকল্প পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।

হোম স্টে তৈরিতে মুদ্রা ঋণ দেওয়ার ঘোষণা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen