ফিরে দেখা ২০২৫ – বাংলা সিনেমার রূপকথা

December 30, 2025 | 3 min read

ধূমকেতু: জীবন সায়াহ্নে এসেও প্রেম ফুরোয় না। দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ আমাদের শেখাল বিচ্ছেদ আর আত্মত্যাগের পরেও স্মৃতির দরজায় দাঁড়িয়ে মানুষ ভালোবাসার কাছেই ফেরে।

রক্তবীজ ২: দেশের গণ্ডি পেরিয়ে এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভয়ের সঙ্গে লড়াইয়ের মিশেল- ‘রক্তবীজ ২’ শেষ ফ্রেম পর্যন্ত দর্শককে সিটের সঙ্গে আটকে রাখে।

বেনারসে বিভীষিকা: পাথরের শহরে বন্ধুত্বের উষ্ণতা। একেন বাবুর বুদ্ধির প্যাঁচে আর হাস্যরসে বেনারসের আধ্যাত্মিক গলিগুলোতেও জমে ওঠে টানটান রহস্য।

রক্তবীজ ২: দেশের গণ্ডি পেরিয়ে এক আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভয়ের সঙ্গে লড়াইয়ের মিশেল- ‘রক্তবীজ ২’ শেষ ফ্রেম পর্যন্ত দর্শককে সিটের সঙ্গে আটকে রাখে।

আমার বস: জীবনের দ্বিতীয় ইনিংসে এক অবসরপ্রাপ্ত নার্সের লড়াই। সংসার আর স্বপ্নের মাঝে ভারসাম্য খোঁজা এই গল্পে মিশে আছে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার জাদু।

দেবী চৌধুরানী: সমাজের প্রান্তি থেকে উঠে এসে এক নারী কীভাবে নেত্রী হয়ে ওঠেন—‘দেবী চৌধুরানী’ সেই রূপান্তরের মহাকাব্য। প্রেম, বিশ্বাসঘাতকতা আর প্রতিরোধের এক বিশাল ক্যানভাস।

কিলবিল সোসাইটি: জীবনের শেষ প্রান্তে এক মানুষের সিদ্ধান্ত সমাজকে প্রশ্নের মুখে ফেলে, মৃত্যুচুক্তির ভাবনা ছবির রেশ দীর্ঘস্থায়ী।

যত কাণ্ড কলকাতাতেই: ঢাকা থেকে আসা তরুণীর পূর্বপুরুষের খোঁজে কলকাতায় উন্মোচিত হয় গোপন গল্প।

গৃহপ্রবেশ: স্বামীর অনুপস্থিতিতে এক নারী নতুন বাস্তবতায় ডুবে গিয়ে স্মৃতি ও ব্যথায় গড়ে তোলে নীরব আবেগী বন্ধন।

স্বার্থপর: পরিবারের হাসি-ঝগড়া আর ভালোবাসার টানাপোড়েন আয়নায় ধরা পড়ে, অমিল থাকলেও দিনশেষে পরিবারই যে আসল আশ্রয়।

অঙ্ক কি কঠিন: ‘অঙ্ক কি কঠিন’ করোনায় থমকে যাওয়া পড়াশোনা ও অনিশ্চয়তার মাঝে কিশোরদের স্বপ্ন, সাহস আর বন্ধুত্বের গল্প।

পুতুলনাচের ইতিকথা: গ্রামবাংলার নিঃশব্দ যন্ত্রণা ও সমাজের বাঁধনে আটকে থাকা জীবনের গল্প। ডাক্তার শশীর চোখে ধরা পড়ে মানুষের ইচ্ছার বাইরে অন্যের প্রত্যাশায় বাঁচার কঠিন সত্য, যা নীরবে মনে ভার হয়ে জমে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen