ফিরে দেখা ২০২৫: সংঘাত, বিপর্যয় আর রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল বিশ্ব

December 19, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: দোরগোড়ায় কড়া নাড়ছে ২০২৬। শীতের আমেজ গায়ে মেখে বিদায় নিতে চলেছে ঘটনাবহুল ২০২৫ সাল। বছরের শুরুতে জ্যোতিষীদের গণনা আর সাধারণ মানুষের প্রত্যাশা-সবকিছুকে ছাপিয়ে ২০২৫ সাল বিশ্বজুড়ে রেখে যাচ্ছে এক মিশ্র অভিজ্ঞতার ছাপ। প্রাকৃতিক বিপর্যয় থেকে মহাকাশ জয়ের স্বস্তি-প্রাপ্তি ও অপ্রাপ্তির দোলাচালেই কাটল গোটা বছর। এক নজরে দেখে নেওয়া যাক বছরভর বিশ্বের সাড়া জাগানো কিছু ঘটনা।

*ট্রাম্পের শুল্কনীতি ও নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত*

বছরের শুরুতেই বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আগ্রাসী শুল্কনীতি (Tariffs)। ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে অটল ট্রাম্প চীনের ওপর ১০০ শতাংশ এবং ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। ভারতের ক্ষেত্রে এই উচ্চ শুল্কের নেপথ্যে ছিল রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’। ট্রাম্পের এই সিদ্ধান্তে আমেরিকা, চীন ও রাশিয়ার মধ্যে যে ত্রিমুখী উত্তেজনার সৃষ্টি হয়, তা আন্তর্জাতিক মহলে পুরনো ‘কোল্ড ওয়ার’ বা স্নায়ুযুদ্ধের স্মৃতি উসকে দেয়।

*মহাকাশ থেকে ঘরে ফেরা*

এত সব অস্থিরতার মাঝে বছরের শেষে স্বস্তির খবর এল মহাকাশ থেকে। যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং স্টারলাইনারে আট দিনের মিশনে গিয়ে প্রায় নয় মাস মহাকাশে আটকে ছিলেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর (Butch Wilmore)। অবশেষে ইলন মাস্কের স্পেস-এক্স ক্যাপসুলে চড়ে ফ্লোরিডার উপকূলে নিরাপদে অবতরণ করেন তাঁরা। তাঁদের এই ঘরে ফেরা দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটায়।

*রাশিয়া-ইউক্রেন: থামল না বারুদের গন্ধ*

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) ২০২৫-এও কোনো পরিণতির দিকে এগোতে পারেনি। প্রায় তিন বছর অতিক্রান্ত হলেও শান্তি অধরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর আর অসংখ্য মানুষের মৃত্যুমিছিলের মধ্যেও যুদ্ধবিরতির আলোচনা বারবার ব্যর্থ হয়েছে। স্থায়ী সমাধানের আশায় বিশ্ব তাকিয়ে থাকলেও, বছর শেষে সেই আশায় হতাশার ছায়াই দীর্ঘ হয়েছে।

*নেপালে ‘জেন জি’ বিপ্লব ও পালাবদল*

ভারতের প্রতিবেশী দেশ নেপালে (Nepal) ঘটে গেছে এক অভূতপূর্ব রাজনৈতিক পটপরিবর্তন। সোশ্যাল মিডিয়া ব্যান ও সরকারি স্বজনপোষণের প্রতিবাদে রাজপথে নামে নেপালি তরুণ প্রজন্ম, যা ‘নেপাল জেন জি মুভমেন্ট’ নামে পরিচিতি পায়। তীব্র জনরোষের মুখে ৯ সেপ্টেম্বর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি (Sushila Karki)।

*মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি*

ইউক্রেন সীমান্তে হতাশা থাকলেও, মধ্যপ্রাচ্য থেকে এসেছে স্বস্তির খবর। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইজরায়েল-হামাস সংঘাতের (Israel-Hamas conflict) অবসান ঘটে ২০২৫-এর গোড়াতেই। ১৫ জানুয়ারি দুই পক্ষ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে সম্মত হয় এবং ১৯ জানুয়ারি থেকে তা কার্যকর হয়। ধ্বংসস্তূপের মাঝে এই শান্তি চুক্তি ছিল বছরের অন্যতম ইতিবাচক ঘটনা।

*দক্ষিণ এশিয়ায় অশান্তির ছায়া*

পহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক এই বছরে তলানিতে ঠেকেছে। এর মাঝেই ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি এবং তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব ঘিরে বিতর্ক দানা বাঁধে। অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কেও ফাটল ধরেছে। তালিবান মন্ত্রীর ভারত সফরের পর পাকিস্তান ও আফগানিস্তানের বাণিজ্যিক পথ বন্ধ হয়ে যায়, যা দুই প্রতিবেশী দেশের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়।

 

*প্রকৃতির রোষ ও মানবিক বিপর্যয়*

২০২৫ সাল ছিল প্রাকৃতিক দুর্যোগের বছর। আফগানিস্তানে (Afghanistan) ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) প্রাণ হারান হাজারেরও বেশি মানুষ। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন ও পূর্ব এশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। আফ্রিকায় ইথিওপিয়ায় ১২০০ বছর পর জেগে ওঠা আগ্নেয়গিরি নতুন করে আতঙ্ক সৃষ্টি করে।

অন্যদিকে, হংকংয়ের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ জনের মৃত্যু। লাতিন আমেরিকার ব্রাজিলেও দেখা গেছে রক্তের দাগ। রিও ডি জেনিরোতে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের ইতিহাসের বৃহত্তম অভিযানে ১২১ জনের মৃত্যু এবং রাস্তায় পড়ে থাকা লাশের সারি বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen