ফিরে দেখা ২০২৫- সিনেমা থেকে শুরু করে খেলার জগতের কোন কোন তারকা বাবা-মা হলেন দেখে নিন এক নজরে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: ২০২৫ সাল শুধু বক্স অফিসে ঝড় তোলা ছবির বছরই নয়, ব্যক্তিগত জীবনেও বহু তারকার কাছে হয়ে উঠেছে স্মরণীয়। হলিউড–বলিউডে একের পর এক সাফল্যের মাঝেই অনেক তারকা ভাগ করে নিয়েছেন জীবনের সবচেয়ে বড় সুখবর—মা-বাবা হওয়ার আনন্দ। কাজের ব্যস্ততা, লাইমলাইট আর পারিবারিক খুশি—সব মিলিয়ে এই বছরটা যেন তাঁদের কাছে দ্বিগুণ প্রাপ্তির। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন কোন তারকা জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রা
১৯ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থের ঘরে আসে এক কন্যা সন্তান। সন্তানের ছোট্ট পায়ের ছবি শেয়ার করে তাঁরা লেখেন, ‘আমাদের রাজকন্যা’, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল
২০২৫ সালের ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকির সংসারে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। ভিকি বড় পর্দায় ব্যস্ত থাকলেও, ক্যাটরিনা এই সময়টা পরিবারকে প্রাধান্য দিয়েছিলেন। সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আথিয়া শেট্টি ও কেএল রাহুল
বিয়ের দু’বছরের মাথায়, ২৫ মার্চ কন্যা সন্তানের বাবা-মা হন আথিয়া ও রাহুল। আইপিএল চলাকালীনই তাঁরা এই আনন্দের খবর দেন।

আরবাজ় খান ও সুরা খান
অক্টোবরে তাঁদের ঘরে আসে কন্যা সন্তান। যদিও এখনও পর্যন্ত সন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা।

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা
১৯ অক্টোবর দিল্লিতে পুত্র সন্তানের জন্ম দেন পরিণীতি। আদরের ছেলের নাম রাখা হয়েছে ‘নীর’। সন্তানের পায়ের ছবি পোস্ট করে সুখবর জানান দম্পতি।

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী
১জুন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান ‘নিষাদ’।

ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া
২০২৫ সালের শেষদিকে দ্বিতীয় পুত্র সন্তানের বাবা-মা হন জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষ।

রুপোলি পর্দার সাফল্যের পাশাপাশি পরিবারে নতুন সদস্যের আগমন—২০২৫ সাল বহু তারকার কাছেই হয়ে থাকবে আবেগ, আনন্দ আর নতুন দায়িত্বের মেলবন্ধন। কাজ আর ব্যক্তিগত জীবনের এই ভারসাম্যই হয়তো তাঁদের সাফল্যের আসল চাবিকাঠি।