Louvre Museum: ল্যুভে চুরি, তড়িঘড়ি মিউজিয়াম খালি করল প্রশাসন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৫: প্যারিসের ঐতিহ্যবাহী ল্যুভ জাদুঘরে (Louvre Museum) চাঞ্চল্যকর চুরির ঘটনার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শনার্থীদের মধ্যে। আচমকা তৈরি হওয়া বিশৃঙ্খলার জেরে জাদুঘরটি দ্রুত খালি করে দেওয়া হয় এবং দিনভর বন্ধ রাখা হয় এই ঐতিহাসিক স্থাপনাটি।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি জানিয়েছেন, ল্যুভে চুরির ঘটনা ঘটেছে এবং এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শিল্পকর্ম লিওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’-র আবাসস্থল এই জাদুঘরে এমন ঘটনার খবর পেয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, দুষ্কৃতীরা জাদুঘর থেকে মূল্যবান গয়না নিয়ে পালিয়ে যায়। তবে ঠিক কীভাবে চুরি সংগঠিত হয়, তা এখনো স্পষ্ট নয়। নিরাপত্তাকর্মীরা সঙ্গে-সঙ্গে গোটা ভবন ঘিরে ফেলে এবং দর্শনার্থীদের নিরাপদে বাইরে নিয়ে যাওয়া হয়।
PANIQUE TOTALE au Musée du Louvre évacué d’urgence 🤯 Braquage confirmé par Rachida Dati. pic.twitter.com/p2c1Eo5XjT
— Raspoutine (@gregraspoutine) October 19, 2025
চুরির ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও। একটিতে দেখা যায়, দর্শনার্থীরা দীর্ঘ সারিতে জাদুঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আর অন্য এক ভিডিওতে ল্যুভরের বাইরে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে।
The Louvre Museum is being evacuated pic.twitter.com/ns6PuBVRTf
— (Fer)nandinho (@highnandinho) October 19, 2025
প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত ল্যুভর জাদুঘরে প্রতিদিন হাজার-হাজার দেশি-বিদেশি পর্যটকের আগমন হয়। বিশ্বের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির অন্যতম সেরা সংগ্রহশালা হিসেবে পরিচিত এই জাদুঘরে এমন নিরাপত্তা বিঘ্নের ঘটনা ফরাসি কর্তৃপক্ষের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
ফরাসি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং চোরদের সন্ধানে জোর তল্লাশি শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এমন উচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ল্যুভের মতো বিশ্বখ্যাত জাদুঘরে চুরি সম্ভব হলো কীভাবে?