এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপসে ভারতকে জোড়া সোনা দিলেন লাভলিনা, পারভীন

ভারতের চ্যাম্পিয়ন মহিলা বক্সার এবং অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী লাভলিনা বরগোঁহাই

November 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতের চ্যাম্পিয়ন মহিলা বক্সার এবং অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী লাভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain) জর্ডনের আম্মানে আয়োজিত এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপসে শুক্রবার সোনা জিতলেন। মহিলাদের বিভাগে ৭৫ কেজি ক্যাটেগরিতে উজবেকিস্তানের মহিলা বক্সার রুজমেতোভা সোখিবাকে ৫-০ ফলাফলে হারালেন লাভলিনা। আগে তিনি ছিলেন ৬৯ কেজি ডিভিশনে। এবার ৭৫ কেজি ডিভিশনে উঠে এসে এই ডিভিশনে এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট এবং সঙ্গে সঙ্গে বড় সাফল্য।

প্ৰস্সঙ্গত এই টুর্নামেন্টে ভারতের অপর দুই মহিলা বক্সারের মধ্যে মীনাক্ষি ফ্লাইওয়েট ডিভিশনের ৫২ কেজি বিভাগে রুপো জিতেছেন। পরভীন হুদা ৬৩ কেজি বিভাগে সোনা জিতেছেন জাপানের কিতো মাইকে ৫-০ ব্যবধানে হারিয়ে।

উল্লেখ্য, ২০২০ টোকিও অলিম্পিকে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত লাভলিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen