Weather Forecast : সরছে নিম্নচাপ! কলকাতা-সহ সব জেলাতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আজ বুধবার ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হয়েছে কলকাতায়। সোম ও মঙ্গলবারের মতো বুধবারও কলকাতার দিন শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়েই। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। ফলে বুধবার থেকে এর প্রভাব কমবে রাজ্যে। জেলায় জেলায় কমতে পারে বৃষ্টির পরিমাণ। কবে বৃষ্টি একেবারে থামছে না।
হাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি হারিয়েছে। এখন এটি নিম্নচাপ অঞ্চল হিসেবে ঝাড়খণ্ড এবং বিহারের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করবে। ফলে আজ থেকে নিম্নচাপের প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণ কমবে। তবে বৃষ্টি থামবে না।
এদিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মোট কথা, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।