Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি!
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.১৫: শুধু দুইদিনের রোদ! আর তার মাঝেই আবার নিম্নচাপের আশঙ্কা। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর নতুন নিম্নচাপ, যার প্রভাবে শনিবার থেকেই দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যা রবিবার আরও তীব্র হতে পারে।
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।
হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে ভূমিধসের সতর্কতাও দেওয়া হয়েছে। টানা বৃষ্টির ধাক্কায় রাজ্যবাসী যেন হাঁপিয়ে উঠেছে।