বিরোধী শিবিরের দুই ‘মিত্র’ একফ্রেমে, জল্পনা নেটমহলে

‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেতা ভিভান ঘোষ ও পৃথা মুখোপাধ্যায়ের বিবাহবার্ষিকীতে টেলিপাড়ার শিল্পীদের ভিড় জমেছিল রবিবার

August 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেতা ভিভান ঘোষ ও পৃথা মুখোপাধ্যায়ের বিবাহবার্ষিকীতে টেলিপাড়ার শিল্পীদের ভিড় জমেছিল রবিবার। উপস্থিত ছিলেন রাজীব বসু, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, শঙ্কর চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, তিয়াসা রায়, সৌরভ সাহা, সইদ আরেফিন প্রমুখ। কিন্তু নেটাগরিকদের বিশেষ নজর কেড়েছেন অন্য দুই তারকা। এক জন মদন মিত্র, আর এক জন রিমঝিম মিত্র। বাংলার রাজনৈতিক মঞ্চের বিরোধী শিবিরের দুই ‘মিত্র’কে লাইভে একজোট হতে দেখে নেটপাড়ায় ‘ওহ্ লাভলি’-চর্চা তুঙ্গে উঠল।

তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্র যেখানে থাকেন, সেখানে যে ফেসবুক লাইভ হবে, তা বলাই বাহুল্য। রবিবারের এই অনুষ্ঠানেও সেই কাজটি ভুললেন না তিনি। মদনের জনপ্রিয় লব্জ ‘ওহ্ লাভলি’ দিয়েই শুরু হল সেই ভিডিয়ো। গোটা ভিডিয়োয় মদনের মুখে বার বার ফিরে এসেছে ওহ্ লাভলি’।

লাইভে তিনি এক এক করে সকলকের মুখ দেখালেন। সেই সারিতেই এলেন অভিনেত্রী এবং বিজেপি সমর্থক রিমঝিম। দু’জনের ঠাট্টা-মশকরাপূর্ণ বাক্য বিনিময় ফুটে উঠল লাইভ ভিডিয়োয়। মদনের কথা শুনে হেসে ওঠা রিমঝিমের চেহারাও চলে এল প্রকাশ্যে।

প্রসঙ্গত বাংলার বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরের পরাজয়ের পর বিজেপি-র প্রবীণ নেতা তথাগত রায় টলিউডের তিন অভিনেত্রী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারের দিকে আঙুল তুলেছিলেন খানিকটা এই কারণেই। টুইট করেছিলেন, ‘পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাস-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’ এই টুইটের পর জোর বিতর্ক হয়েছিল বাংলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen