সোনাগাছি দূর্গা পুজোর খুঁটি পুজোয় মদন মিত্রর সাথে হাজির কৃষ্ণকলি ধারাবাহিকের তিয়াশা

July 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোনাগাছির দুর্গোৎসবের (Durga Puja 2021) খুঁটি পুজোয় গিয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। সঙ্গে ছিলেন বাংলা টেলিভিশনের ‘কৃষ্ণকলি’ মানে তিয়াশা রায় (Tiyasha Roy)। একসঙ্গে ঢাকও বাজান দু’জনে। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল নেতা।

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। কিন্তু হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই স্বমহিমায় ফেরেন তিনি। কখনও রক্তদান শিবিরে পৌঁছে যান, কখনও আবার দুস্থ শিশু-মহিলাদের নিজের হাতে খাবার পরিবেশন করে। কিছুদিন আগে আবার রিকশাও চালিয়েছিলেন। এবার দুর্বার কমিটির খুঁটি পুজোতে পৌঁছে যান তিয়াশাকে নিয়ে।

বুধবার সোনাগাছিতে দুর্বার কমিটির খুঁটি পুজো হয়। সাদা পাঞ্জাবি পরে সেখানে গিয়েছিলেন মদন মিত্র। চোখে ছিল কালো চশমা। তিয়াশার পরেছিলেন প্রিন্টেড পোশাক। প্রথমে খুঁটি ধরে পুজোয় যোগ দেন দু’জনে। তারপরই ঢাকের কাঠি হাতে তুলে নেন আর পুজোর বাদ্যি বাজাতে থাকেন।

এ বিষয়ে কথা বলতে গিয়ে মদন মিত্র জানান, যে এলাকার মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না সেই এলাকায় মাতৃ আরধনা হবে না তা হতে পারে না। প্রতি বছর যেন দুর্বার কমিটির মা-বোনেরা এই পুজো করতে পারেন, সেই প্রার্থনা করেন তিনি। এদিন খুঁটি পুজোর পাশাপাশি দুর্বার কমিটির সদস্যদের শাড়ি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও দেওয়া হয়।  বৃহস্পতিবার জাতীয় চিকিৎসক দিবসের (National Doctors Day) শুভেচ্ছাও জানিয়েছেন কামারহাটির বিধায়ক।  ক্যাপশনে তৃণমূল নেতা লিখেছেন, “ওষুধে রোগ নিরাময় হয়, কিন্তু চিকিৎসকরা মানুষকে সারিয়ে তোলেন। আমরা চিকিৎসকদের কাছে ঋণী।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen