Madhuri Dixit: মঞ্চে এলেন মাধুরী, তারপরেই ক্ষুব্ধ দর্শক থেকে নেটিজেনরা! কী এমন ঘটল?

November 6, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: বলিউডের সুপারহিট নায়িকা মাধুরী দীক্ষিতকে নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। কী এমন ঘটল? কানাডায় তাঁর সাম্প্রতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। সেই সঙ্গে মাধুরীর নতুন এক পোস্ট যেন আরও আগুনে ঘৃতাহুতি দেয়।

ঘটনা শুরু হয়েছিল কানাডার এক অনুষ্ঠানে অভিনেত্রীর দেরিতে পৌঁছনো নিয়ে। উপস্থিত দর্শকদের একাংশের দাবি ছিল, মাধুরীর উচিত ছিল দেরির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তাঁদের মতে, অনেকেই প্রচুর অর্থ- প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত- খরচ করে টিকিট কেটেছিলেন অনুষ্ঠান দেখার জন্য, অথচ অভিনেত্রীর আচরণে তাঁরা অপমানিত বোধ করেছেন।

এরই মধ্যে, তিন দিনের মাথায় মাধুরী (Madhuri Dixit) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন- “টরেন্টো থেকে অসাধারণ ভালোবাসা পেয়েছি। ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন শেষে এখন রওনা নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কের পথে।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন, “কানাডার কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত, মিথ্যা প্রচার বন্ধ করুন।” আবার কারও বক্তব্য, “নায়িকা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।” অন্যদিকে, কেউ কেউ ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দের ব্যবহারে আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবি, “আমরা অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম, সাক্ষাৎ করার জন্য নয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen