MADHYAMGRAM MURDER CASE: খুন করে দেহ ট্রলিতে ভরে ফেলার ঘটনায় হতবাক ফাল্গুনির স্বামী

ফাল্গুনির অতীতের যে সমস্ত কথা ক্রমশ সামনে আসছে তা যথেষ্ট উদ্বেগের।

March 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
খুন করে দেহ ট্রলিতে ভরে ফেলার ঘটনায় হতবাক ফাল্গুনির স্বামী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: “সন্তান হারানোর যন্ত্রণা আজও কুড়ে কুড়ে খায় ছেলে শুভঙ্করকে। স্ত্রীর পাপের ‘কলঙ্ক’ নাড়িয়ে দিয়েছে তাঁর বৈবাহিক জীবনকেও।” আক্ষেপের সুরে বলছেন, পিসি শাশুড়ি খুনে ধৃত ফাল্গুনীর শ্বশুর সুবল ঘোষ। যিনি সম্পর্কে শুভঙ্করের বাবা। ছেলের এই করুণ পরিণতি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না সুবল। বারবার নিজেকে দোষারোপ করছেন। বলছেন, “ছেলের বিয়ে দেওয়ার যেন ‘কাল’ হল!”

অন্যদিকে ফাল্গুনির স্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ম্যাট্রমনি সাইটে আমার বিয়ের জন্য বাবা বিজ্ঞাপন দিয়েছিলেন। অনেককে দেখার পরে ফাল্গুনির সঙ্গে আমার বিয়ে ফাইনাল করেছিলেন বাবা। তিনি আরও জানিয়েছেন, ফাল্গুনির বাবা প্রয়াত। পিতৃহারা মেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে টিউশন পড়িয়ে সংসার চালায় এটা শুনে বাবার ভালো লেগেছিল। আমাদের বিয়ের সময় ফাল্গুনি আর ওর মা থাকত দমদমের পূর্ব সিঁথি এলাকায়। বিয়ের কিছুদিনের মধ্যেই কলকাতায় যাওয়ার জেদ শুরু করে ও। অনেক বুঝিয়েছি। অসমে আমাদের আরেকটি বাড়িতে ওকে নিয়ে থাকা শুরু করি। কিন্তু তারপরেই গণ্ডগোল। জানিয়েছেন ফাল্গুনির স্বামী।

তিনি জানিয়েছেন, ও আমার সামনেই ওর পুরুষ বন্ধুদের সঙ্গে অশালীন আলোচনা করত। ওদের গল্পের বিষয়ে আমার আপত্তি ছিল। নিষেধ করলেই চিৎকার, বাড়িতে অশান্তি। তারপর ওর নিয়মিত মদ্যপান ও সিগারেট খাওয়ার অভ্যাস ভালো লাগেনি আমার। তবে পরিবারের সম্মানের কথা ভেবে কাউকে কিছু বলিনি।

একটা ঘটনার কথা উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন, যোরহাটে আমাদের পাড়ার দুর্গাপুজো ছিল সেবার। ও মদ খেয়ে নাচানাচি করে জ্ঞান হারিয়ে মণ্ডপে পড়ে যায়। প্রতিবেশীরা ওকে বাড়ি দিয়ে গিয়েছিল।
তিনি জানিয়েছেন, হঠাৎ খোরপোশ চেয়ে মামলা করল। আদালতের নোটিশ পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।
তবে তার থেকেও বেশি হতবাক এই খুন করে বডি ট্রলিতে ভরে ফেলার ঘটনায়। তবে ধরা পড়ার পরেও যেভাবে চোটপাট করছিলেন তিনি তা অনেকেরই নজর কেড়েছে। তবে ফাল্গুনির অতীতের যে সমস্ত কথা ক্রমশ সামনে আসছে তা যথেষ্ট উদ্বেগের।

তার স্বামী জানিয়েছেন, নতুন একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন ফাল্গুনি। সেজন্য পিসির ১৮ ভরি সোনার গয়না ও ব্যাঙ্কে থাকা ৬ লক্ষ টাকার উপর নজর পড়েছিল তাঁর। আসলে ফ্ল্যাটের জন্য ডাইন পেমেন্ট করতে হত ৬ লাখ। সেজন্য মরিয়া ছিলেন ফাল্গুনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen