৯০ দিনের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির

জানা গিয়েছে, রাজ্যে সার্বিকভাবে মাত্র নয় হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি।

February 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
উত্তরের চার জেলার মাধ্যমিক পরীক্ষার্থী ৯৯ হাজার ৮৯৪ জন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বীরভূমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ‘৯০ দিনের আগেই ফলাফল প্রকাশ করা হবে।’ সাংবাদিকদের তিনি বলেন, সারা রাজ্যেই মাধ্যমিক পরীক্ষা ভালোভাবে হচ্ছে। এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার সময় বীরভূম পরিদর্শন করলেন তিনি। বোলপুরের বাইরে সিউড়ি সহ প্রত্যন্ত বেশ কিছু স্কুল ঘুরে দেখেছেন। স্কুল ও প্রশাসনের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো। ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। অ্যাডমিট বিতর্কে তিনি বলেন, কুৎসা রটানোর চেষ্টা চালানো হচ্ছে।

জানা গিয়েছে, রাজ্যে সার্বিকভাবে মাত্র নয় হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি। বাকি ৩৭ হাজার সফলভাবে পরীক্ষায় বসেছে। মাধ্যমিকে অ্যাডমিট পাওয়া নিয়ে অনেকেই কুৎসা রটানোর চেষ্টা করছেন। মাধ্যমিক পরীক্ষা শুরুর পর থেকে রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করছেন। সভাপতি। পরিদর্শনের পর জেলার স্কুলগুলি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen