মাঘী পূর্ণিমার পূণ্যস্নান উপলক্ষ্যে গঙ্গাসাগরে রেকর্ড ভিড়
মকরসংক্রান্তির পর সাগরে মাঘী পূর্ণিমার পূণ্যস্নান উপলক্ষ্যে লক্ষাধিক পূণ্যার্থী জড় হন কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মকরসংক্রান্তির পর সাগরে মাঘী পূর্ণিমার পূণ্যস্নান উপলক্ষ্যে লক্ষাধিক পূণ্যার্থী জড় হন কপিলমুনি আশ্রম প্রাঙ্গণে। মাঘী পূর্ণিমার অতীতের সমস্ত রেকর্ড ভেঙেছে এবারের ভিড়।
মঙ্গলবার সকাল থেকেই গঙ্গাসাগরে যাওয়ার জন্য বিপুল ভিড়। অনেকে বাধ্য হয়ে গাড়ি পারাপার করার এলসিটিতে মুড়িগঙ্গা নদীর ওপারে কচুবেড়িয়া পৌঁছন। বুধবারও ভেসেলের পাশাপাশি যাত্রীদের পারাপার করার জন্য মুড়িগঙ্গায় এলসিটি চালাতে হয়। দখিনা বাতাস থাকায় এদিন ঠান্ডা কম ছিল বলে বক্তব্য পুণ্যার্থীদের।
পূণ্যার্থীদের সুবিধার্থে সবরকম প্রাশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জলে নামলেই পূণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে হ্যান্ডমাইকে। মৌনী অমাবস্যার দুর্ঘটনার পর অনকেই কুম্ভমেলায় যাওয়ার পরিকল্পনা বদলে গঙ্গাসাগরে চলে আসেন। সকলে বলেছেন সুন্দরভাবে স্নান করেছি গঙ্গাসাগরে। কোনও সমস্যাই হয়নি। সরকারি ব্যবস্থাপনা খুব ভালো।