পরাজয়ের ক্ষোভ! বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপে দাবার বোর্ডে ঘুষি কার্লসেনের

December 30, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: দোহায় চলতি ফিডে ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে সোমবার নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল দাবা বিশ্ব। ভারতের গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির কাছে হারের পর নিজের বিরক্তি সামলাতে না পেরে টেবিলে ঘুষি মারলেন বর্তমান চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার এমন প্রতিক্রিয়া দেখালেন নরওয়ের এই তারকা। এর আগে নরওয়ে চেসে আরেক ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের বিরুদ্ধে ম্যাচে টেবিল চাপড়ানোর ঘটনা ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। বিতর্ক হয়েছিল প্রচুর।

এই ম্যাচে কালো ঘুঁটি নিয়ে খেলেও দুর্দান্ত এন্ডগেম দক্ষতা ও দ্রুত হিসাবের জোরে কার্লসেনকে চাপে ফেলেন ২২ বছরের এরিগাইসি। শেষ পর্যন্ত সময়ের অভাবে হেরে যান কার্লসেন, যা টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হচ্ছে। রবিবার ব্রোঞ্জ জয়ের পর দুর্দান্ত ছন্দে থাকা এরিগাইসি এখন পর্যন্ত আটটি জয়, দুটি ড্র এবং মাত্র একটি হার নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসেন। নবম রাউন্ডে কার্লসেনকে হারানোর পর দশম রাউন্ডে উজবেকিস্তানের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আবদুসাত্তোরভকেও পরাজিত করেন তিনি, ফলে শীর্ষে আধ পয়েন্টের লিড নেন।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছর এটি দ্বিতীয়বার যখন এরিগাইসি কার্লসেনকে হারালেন। এর আগে নরওয়ে চেস টুর্নামেন্টে ক্লাসিক্যাল ফরম্যাটেও নরওয়ের তারকার বিরুদ্ধে জয় পেয়েছিলেন তিনি। ম্যাচে কার্লসেন সিসিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ ভ্যারিয়েশন দিয়ে শুরু করলেও মাঝখানে কিছু ভুল চালের সুযোগ নেন এরিগাইসি। বিশেষ করে d2 পয়েন্ট দখলের পর ম্যাচের নিয়ন্ত্রণ তাঁর হাতেই চলে যায়।

১১তম রাউন্ডে ফাবিয়ানো কারুয়ানার সঙ্গে ড্র করেন এরিগাইসি। ফলে ১১ রাউন্ড শেষে নয় পয়েন্ট নিয়ে তিনি ও আবদুসাত্তোরভ যৌথভাবে শীর্ষে রয়েছেন। তাঁদের ঠিক পিছনে ৮.৫ পয়েন্টে আছেন দানিল দুবভ, কারুয়ানা ও ইউ ইয়াংই। আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন কার্লসেন, আলিরেজা ফিরুজজা ও ভারতের সুনীলদুথ নারায়ণন। আর প্রজ্ঞানানন্দ ও বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ৭.৫ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৪ নম্বর স্থানে থাকা বড় একটি গ্রুপে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen