বাংলার অনুকরণ! এবার গণেশ পুজোয় অনুদান ঘোষণা মহারাষ্ট্র সরকারের

August 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

Ganesh Utsav
Ganesh Utsav, AI Generated Image 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৭: দুর্গাপুজোয় বাংলার ক্লাবগুলিকে অনুদান দিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই পথে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। গণেশ পুজোয় প্রথমবার অনুদান ঘোষণা করল মহারাষ্ট্রের ডবল ইঞ্জিন সরকার। বিজেপি সরকারের দাবি, গণেশ উৎসব তাদের রাজ্যে বড় শিল্প। তাই এই অনুদান। অন্যদিকে, বাংলার সরকার পুজো অনুদান দেয় বলে সমালোচনা করা বিজেপিই অনুদান দিচ্ছে। কার্যত মমতা মডেলের নকল হচ্ছে গোটা দেশে।

২০১৮ সাল থেকে বাংলায় দুর্গাপুজো আয়োজন করা ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, পুজোকে ঘিরে উৎসব যত বাড়বে, তত অনুসারী শিল্প, ছোট ছোট শিল্পী থেকে ব্যবসায়ীদের ব্যবসা বাড়বে। উন্নতি হবে বাংলার অর্থনীতির। দুর্গাপুজো কমিটিগুলিকে এবছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে বাংলার বিজেপি নেতারা সরব হয়েছেন। কিন্তু নিজেদের শাসনে অনুদান চালু করে বিজেপি প্রমাণ করে দিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁরা বাংলার বিরোধিতা করে।

এবার মহারাষ্ট্রের প্রতিটি মন্ডলকে ২৫ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে। অনলাইনে অনুদান পাওয়ার জন্য আবেদন করা যাবে। মহারাষ্ট্র সরকার জানাচ্ছে, যত বেশি সংখ্যক আবেদন আসবে তত তারা এই প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবেন।

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও মহারাষ্ট্র বাংলার প্রকল্পকে অনুসরণ করেছে। ২০২৪ সালে বিধানসভা নির্বাচন পার করতে দেবেন্দ্র ফাড়নবিশ ও একনাথ শিন্দে যৌথভাবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নকল করে লাডলি বহিন যোজনা আনেন। যদিও তা নিয়ে উপভোক্তাদের অভিযোগের শেষ নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen