মহারাষ্ট্রে রাজ্যপালের ক্ষমতা ছেঁটে বিল, জল্পনা শুরু বাংলা নিয়েও

গত সপ্তাহে উদ্ধব থ্যাকারের মন্ত্রিসভা বিলটিতে সিলমোহর দিয়েছিল।

December 29, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যপালের ক্ষমতা ছাঁটতে বিধানসভায় নতুন বিল পাশ করল মহারাষ্ট্র সরকার। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের যে ক্ষমতা রাজ্যপালের রয়েছে, মূলত তাতেই রাশ টানার বিষয়ে এই বিল আনা হয়েছে।

গত সপ্তাহে উদ্ধব থ্যাকারের মন্ত্রিসভা বিলটিতে সিলমোহর দিয়েছিল। তারপরই সেটিকে বিধানসভায় পেশ করা হয়। সম্প্রতি, নানা বিতর্কে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের জোট সরকার।

উল্লেখ্য, অতি সম্প্রতি পশ্চিমবঙ্গেও উপাচার্য নিয়োগ নিয়ে বিবাদে জড়িয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen